Connect with us

Cricket News

IPL 2022: আইপিএলে বিতর্কিত রান আউট! বোলারের পা লেগে ভাঙল স্টাম্প, রান আউট হলেন ললিত যাদব

Advertisement

গতকাল দিনের মধ্যে রয়েছে ম্যাচে আইপিএলের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে মাঠে নেমেছিল নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। যেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। পরিকল্পনামাফিক দিল্লির দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লে-তে দিশেহারা হয়ে পড়ে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। শুভমান গিলের লম্বা ইনিংস দিল্লির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে গুজরাটের।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শুভমন গিল। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩১ রান যুক্ত করেন দলের খাতায়। দিল্লির হয়ে মোস্তাফিজুর রহমান ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রানের বিনিময়ে তুলে নেন মূল্যবান ৩ উইকেট। নির্ধারিত ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে গুজরাট টাইটান্স ১৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১৭২ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে অবশেষে ঋষভ পন্থ এবং ললিত যাদবের মধ্যে ছোট্ট পার্টনারশিপ তৈরি হয়।

১১.৪ ওভারে বিজয় শঙ্করের বল লেগ-সাইডে ঠেলে দেন পন্ত। উত্সাহী ললিত নন-স্ট্রাইকার প্রান্তের ক্রিজ ছেড়ে দৌড়ে বেরিয়ে যান সিঙ্গল চুরি করার উদ্দেশ্যে। বল সরাসরি ফিল্ডার অভিনব মনোহরের হাতে চলে যাওয়ায় ললিতকে রান নিতে মানা করেন পন্ত। তবে ততক্ষণে ললিত অনেকটা বাইরে চলে গিয়েছেন। মনোহর বল ধরে শঙ্করের হাতে ছুঁড়ে দেন। তবে বিজয় শঙ্কর বল ধরার আগেই স্টাম্পে পা লাগিয়ে বসেন। ফলে একটি বেল পড়ে যায়। ভাগ্যক্রমে আরেকটি বেল যাথাযথ জায়গায় থাকায় শঙ্কর বল ধরে স্টাম্প ভেঙে দেন। টেলিভিশন রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার ললিতকে আউট ঘোষণা করেন।


অধিনায়ক ঋষভ পন্থ দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। এছাড়া ললিত যাদব দলের খাতায় যুক্ত করেন ২৫ রান। দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয়। গুজরাটের হয়ে সর্বোচ্চ চার উইকেট দখল করেন লকি ফার্গুসন। এছাড়া মোহাম্মদ সামি তুলে নেন মূল্যবান দুটি উইকেট। ফলশ্রুতিতে দিল্লির বিরুদ্ধে ১৪ রানের ব্যবধানে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় গুজরাট টাইটান্স।

Advertisement

#Trending

More in Cricket News