
এই নিয়ে টানা দুই ম্যাচে বিতর্কিত আউট হলেন বিরাট কোহলি। শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে সেন্টিমিটারের ব্যবধানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। এরপর গতকাল শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আবারো বিতর্কিত আউট হলেন রান মেশিন কোহলি। তবে এবার আউট হয়ে নিজেকে শান্ত রাখতে পারেননি বিরাট কোহলি। থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে রীতিমতো রুদ্র মূর্তি ধারণ করেন কোহলি। আর বিরাট কোহলির এই রুদ্র মূর্তির ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন বিরাট কোহলি। তিনি যখন ব্যক্তিগত ৪৮ রানে পৌঁছে গেছেন তখন ডিওয়াল্ড ব্রেভিসের প্রথম বলে এলবিডব্লিউ হন বিরাট কোহলি। অনফিল্ড আম্পায়ার আউটের সংকেত দিলে সাথে সাথে রিভিউ চেয়ে নেন বিরাট কোহলি। কারণ তিনি স্পষ্ট ছিলেন যে বল প্রথমে তার ব্যাটে লেগে প্যাডে লেগেছে। থার্ড আম্পায়ার রিপ্লেতে দেখেন বল ব্যাট এবং প্যাডে প্রায় একই সময় লেগেছে। আর এই কারণে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে সম্মতি জানান থার্ড আম্পায়ার।
my god😭 he’s so angry pic.twitter.com/v0oZokSs40
— // Tsitsipas thinker (@tanyadiors) April 9, 2022
এরপর রাগে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিরাট কোহলি। মাঠ ছেড়ে আসার পূর্বে ব্যাট দিয়ে ঘাসের উপর সজোরে আঘাত করেন বিরাট কোহলি। এছাড়া প্যাভিলিয়নে ফিরে কোন কিছু সম্পর্কে জোরে জোরে বাক্যলাপ করতে দেখা যায় বিরাট কোহলিকে। আর সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও বিরাট কোহলি আউট হওয়ার পর গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করতে কোন রকম কষ্ট হয়নি ব্যাঙ্গালোরের। দুই বলে দুটি চার মেরে ম্যাচ জেতান গ্লেন ম্যাক্সওয়েল। গতকাল আউট হওয়ার আগে বিরাট ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪৮ রান করেন। এছাড়া ম্যাচ সেরা অনুজ রাওয়াত ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬৬ রান করেন।
