Connect with us

Cricket News

IPL 2022: মুম্বাইয়ের পারফরম্যান্সে হতাশ ক্রিকেটপ্রেমীরা! পয়সা উসুল ১৫.২৫ কোটি টাকার ঈশান কিশানের ব্যাটিংয়ে

Advertisement

চলতি আইপিএলে এখনো পয়েন্টস টেবিলে খাতা খুলতে পারেনি আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিশান ছাড়া হতাশ করেছেন বাকি সব ক্রিকেটার। এমনকি অধিনায়ক রোহিত শর্মাও বিগত ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। পয়েন্টস টেবিলে বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্স নবম স্থানে দাঁড়িয়ে রয়েছে। দুটি ম্যাচে পরাজিত হয়ে -১.০২৯ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে একমাত্র সানরাইজ হায়দ্রাবাদের উপরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিগত ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ২৩ রানে পরাজিত হয়েছিল রোহিত বাহিনী।

এরপর অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মেগা নিলামে দলে পরিবর্তন ঘটতেই মুম্বাইয়ের অবস্থান এখন শেষ সারিতে। তবে ব্যাট হাতে একদমই হতাশা করেননি আইপিএলের মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ঈশান কিশান। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে, ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের পয়সা যেন উসুল হওয়ার পথে। আইপিএলে দুই ম্যাচেই হেরেছে মুম্বই। কিন্তু ২ ম্যাচে ১৩৫ রান করে কমলা টুপির দৌড়ে সকলের আগে ঈশান কিষাণ।

তবে গতকাল রাজস্থান রয়্যালসের ওপেনিং ব্যাটসম্যান জস বাটলার ১০০ রানের ইনিংস খেলার সুবাদে নিঃশ্বাস ফেলছেন ঈশান কিশানের ঘাড়ের উপর। জজ বাটলার এখনো পর্যন্ত চলতি আইপিএলে ২ ম্যাচ খেলে ১৩৫ রান করে অরেঞ্জ কাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন (রানরেটে পিছিয়ে রয়েছেন ঈশান কিশানের থেকে)। অরেঞ্জ কাপের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন অন্দ্রে রাসেল। ৩ ম্যাচে ৯৫ রান করে তিনিও জায়গা করে নিয়েছেন এই তালিকায়। উল্লেখ্য, আজ দিনের একমাত্র ম্যাচে শক্তিশালী পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

Advertisement

#Trending

More in Cricket News