Connect with us

Cricket News

IPL 2022: ধোনির সততায় মুগ্ধ ক্রিকেট মহল! আম্পায়ারদের অনুরোধ, রিপ্লে দেখে সিদ্ধান্ত নিন

Advertisement

গতকাল বিধ্বংসী ব্যাটিং করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলকে জিতিয়েছেন পাঞ্জাব কিংসের ব্যাটসম্যান লিভিংস্টোন। শুধুমাত্র ব্যাট হাতে নয়, বল হাতেও ধ্বংসাত্মক পারফরম্যান্স করেছিলেন লিভিংস্টোন। পাঞ্জাব কিংসের মারমুখী এই ব্যাটসম্যান গতকাল যখন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন তখন আন্তর্জাতিক ক্রিকেটে আরো একটি সততার মাইলফলক স্পর্শ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এমনিতে আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই মহেন্দ্র সিং ধোনি নিজের শান্ত মস্তিষ্ক এবং শান্ত স্বভাবের জন্য পরিচিত। তবে গতকাল ক্রিকেটারদের জন্য এক অনন্য দৃষ্টি স্থাপন করলেন মহেন্দ্র সিং ধোনি।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ের আহবানে প্রথমে ব্যাটিং করতে নেমে দ্রুত ওপেনিং জুটি হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। তবে দলের হয়ে লিভিংস্টোন ৩২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। লিভিংস্টোন যখন মারমুখী ভূমিকায় অবতীর্ণ, তখন দক্ষিণ আফ্রিকান বোলার ডোয়াইন প্রিটোরিয়াসের বলে লেগ-সাইডে ফ্লিক শর্ট খেলার চেষ্টা করেন লিভিংস্টোন। তবে দুর্ভাগ্যবশত বলটি ব্যাটে লেগে চলে যায় উইকেট-রক্ষক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। মহেন্দ্র সিং ধোনি ক্যাচ লুফে নিয়েছেন এই ভেবে চেন্নাইয়ের সমস্ত ক্রিকেটাররা আম্পায়ারের কাছে আবেদন জানাতে থাকেন।


সেই মুহূর্তে মহেন্দ্র সিং ধোনি করে বসেন এক অবাক কাজ। যা আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। মহেন্দ্র সিং ধোনি কর্তৃক ক্যাচটি তালুবন্দি হয়েছে কিনা সে নির্ণয় নেওয়ার জন্য রিপ্লে দেখার অনুরোধ করেন তিনি। মহেন্দ্র সিং ধোনি নিজেই ভেবেছিলেন ক্যাচটি হয়তো বৈধ নয়। তাই যেন অনফিল্ড আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়ে না ফেলেন তার জন্য উঠে বসে থার্ড আম্পায়ারের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানান মহেন্দ্র সিং ধোনি। যদিও রিপ্লেতে দেখা গিয়েছিল ক্যাচটি তালুবন্দি করতে পারেননি ধোনি। তবে মহেন্দ্র সিং ধোনির এই মহানুভবতা দেখে প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

#Trending

More in Cricket News