
খেলার মাঠে এমন অনেক ঘটনা ঘটে যেটা ফ্যানদের চোখ এড়িয়ে যায় না। আর এভাবেই অনেক ঘটনাও ভাইরাল হয়ে যায়। এটা এবার টের পাচ্ছেন অ্যারন ফিঞ্চ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে তখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে । চাপ না ধরে রাখতে পেরে নিজের কায়দায় হালকা চিল করছিলেন আরসিবি ওপেনার অ্যারন ফিঞ্চ। ড্রেসিংরুমের মধ্যে ভ্যাপিং করছিলেন তিনি। সে সময় ক্যামেরা যে ছবি দেখাচ্ছিল তার ফ্রেমে একবার ফিঞ্চের ভ্যাপিংয়ের ক্লিপটি দেখা যায়।
শেষ দু ওভারের রান তাড়া করায় ডি ভিলিয়ার্সকে নিয়ে যত না কথা হয়েছে তার চেয়ে বেশি কথা খরচ করেছেন নেটিজেনরা ফিঞ্চের ধূমপান নিয়ে। তবে ভ্যাপিংয়ের ক্ষেত্রে ধূমপান হলেও তাতে নিকোটিন থাকে না।
জয়দেব উনদকটের শেষ ওভারের আগের ওভার যখন বল করছিলেন তখন তিনটি ছয় মারেন এবি ডিভিলিয়ার্স। শেষ ওভারে ৬ বলে ১০ রান প্রয়োজন ছিল আরসিবি-র। স্টিভ স্মিথ জোফ্রা আর্চারকে শেষ ওভার বল করার দায়িত্ব দিয়েছিলেন। ইংরেজ পেস বোলার শুরুটা খুব ভালো করেন। আর সেই সময় রয়্যাল চ্যালেঞ্জার্ল বেঙ্গালুরুর ড্রেসিংরুমে কী অবস্থা দেখার জন্য ক্যামেরাপার্সন ক্যামেরা তাক করেছিলেন। আর সেই সময়েই কেলেঙ্কারি। তারকা অজি ক্রিকেটার ধূমপান করছেন ছবিটিও ধরা পড়ে।
Aaron finch caught smoking during live match😂 pic.twitter.com/u4aDtYO4sk
— Mohit Parashar (@Mohiitt619) October 17, 2020
