
সবুজ জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ব্যর্থতা আরো একবার দেখা গেল। সবুজ জার্সিতে এই নিয়ে ১০টি ম্যাচ খেলল আরসিবি। তার মধ্যে ৭টি তে হার। আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ উইকেটে হারল তারা। ২০ ওভরে বেঙ্গালুরুর করা ১৪৫/৬ ৮ বল বাকি থাকতেই চেস করে দেয় ধোনির দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং’য়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় উইকেটে বিরাট কোহলি এবং এবি ডি’ভিলিয়ার্সের ৮২ রানের পার্টনারশিপের উপরেই এদিন মূলত দাঁড়িয়ে বেঙ্গালুরুর ইনিংস। ১টি বাউন্ডারি এবং ১টি ওভারবাউন্ডারিতে আরসিবির হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন অধিনায়ক বিরাট কোহলি। ৪৩ বলে ৫০ রান করেন বিরাট কোহলি। ৩৬ বলে ৩৯ রান আসে এবি ডি’ভিলিয়ার্সের ব্যাট থেকে। এছাড়া ওপেনে নেমে ২১ বলে ২২ রান করেন দেবদূত পারিক্কল।
১৫ রানে আউট হন অ্যারন ফিঞ্চ। চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে সবচেয়ে সফল স্যাম কারেন। ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ইংরেজ অল-রাউন্ডার। এছাড়া ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট ঝুলিতে ভরেন দীপক চাহার। একটি উইকেট নেন মিচেল সান্তনার।
জবাবে রান তারা করতে নেমে প্রথম উইকেটে ৪৬ রান করে চেন্নাই। এরপর ১৩ বলে ২৫ রানে আউট হন ফ্যাফ ডু প্লেসিস। দলের স্কোরকে এগিয়ে নিয়ে যান তরুণ রুতুরাজ গায়কোয়াড ও আম্বাতি রায়ডু। ১১৩ রানের মাথায় যখন ২৭ বলে ৩৯ করে রায়ডু আউট হন তখন জয়ের জন্য সিএসকের দরকার আর ৩৩ রান। মহেন্দ্র সিং ধোনি (১৯) ও রুতুরাজ গায়কোয়াড (৬৫) অপরাজিত থেকে দলকে বড় সান্ত্বনার জয় এনে দেন।
That's that from Match 44.#CSK WIN by 8 wickets with 8 deliveries to spare.#Dream11IPL pic.twitter.com/pwaVHhARS8
— IndianPremierLeague (@IPL) October 25, 2020
রুতুরাজ এদিন ৫১ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। এত ভাল একটা ইনিংসের জন্য অনেকেই এই তরুণের প্রশংসা করেছেন।
