Connect with us

Cricket News

IPL 2022: দিল্লি শিবিরে যোগ দিলেন ডেভিড ওয়ার্নার! কবে থেকে নামবেন ২২ গজের লড়াইয়ে?

Advertisement

অবশেষে দিল্লি শিবিরে যোগ দিলেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটার ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। আজ সমস্ত নিষেধাজ্ঞা কাটিয়ে দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ ২৪ বছর পর গত মাস থেকে পাকিস্তান সফরে ব্যস্ত রয়েছে টিম অস্ট্রেলিয়া। সেখানে অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে টেস্ট স্কোয়াডের অংশ ছিলেন ডেভিড ওয়ার্নার। আর সেই কারণে আইপিএলের মেগা আসরে প্রথম ম্যাচ থেকে যোগ দিতে পারেননি নিজের শিবিরে।

আইপিএল ২০২২ উপলক্ষে আয়োজিত মেগা নিলাম থেকে ৬.২৫ কোটি টাকা ব্যয় করে ডেভিড ওয়ার্নারকে কিনে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। নিজের পুরনো ছবির সানরাইজ হায়দ্রাবাদ তাকে রিটেন না করায় সেই সুযোগ কাজে লাগায় ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যে আইপিএলের মেগা আসরে দুটি ম্যাচ খেলে একটি তে জয়লাভ করেছে দিল্লি ক্যাপিটালস।

বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার দিল্লি শিবিরে যুক্ত হলে দলের শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে বলে মনে করছেন অধিনায়ক ঋষভ পন্থ। জানা গেছে, করোনা মহামারীর জন্য তিন দিন নিভৃত বাসে থাকবেন ডেভিড ওয়ার্নার। এরপর যোগ দেবেন অনুশীলনে। মনে করা হচ্ছে, আগামী ১০ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন ডেভিড ওয়ার্নার।

Advertisement

#Trending

More in Cricket News