
আইপিএল ২০২১-এ খেলার চেয়ে আলোচনার ঊর্ধ্বে ছিলেন ডেভিড ওয়ার্নার। মরশুমের প্রথমেই হারান দলের অধিনায়কত্ব। ধীরে ধীরে দলের মধ্যে কোন ঠাসা হয়ে পড়েন ডেভিড ওয়ার্নার। প্রথম একাদশে থাকা তো দূরে থাক, শেষে রিজার্ভ বেঞ্চে জায়গা হয়নি এই তারকা ক্রিকেটারের। ফলশ্রুতিতে আইপিএল শেষে তিনি সরাসরি জানিয়ে দেন যে, পরবর্তী আইপিএলে তিনি সানরাইজ হায়দ্রাবাদ শিবির ত্যাগ করতে চলেছেন। স্বভাবতই বিশ্বসেরা এই ক্রিকেটার কে দলে পেতে যেকোনো ফ্র্যাঞ্চাইজি অঢেল টাকা উড়াতে প্রস্তুত বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। আর আইপিএল ২০২২ তেমনি সুযোগ এনে দিতে চলেছে ডেভিড ওয়ার্নারের জন্য।
ইতিমধ্যে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের রিটেন ক্রিকেটারের তালিকা জমা দিয়েছে বিসিসিআইয়ের কাছে। যেখানে সানরাইজ হায়দ্রাবাদ শিবিরে বাদ দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে। যদিও তিনি নিজেই জানিয়েছিলেন, নিজামের শহরে থাকতে চান না তিনি। ফলশ্রুতিতে জল্পনা উঠেছিল যে, ২০২২ আইপিএলে অংশগ্রহণকারী দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির (আমেদাবাদ এবং লখনউ) মধ্যে যেকোনো একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামতে পারেন তিনি। সূত্রের খবর, নতুন ফ্রাঞ্চাইজি আমেদাবাদ নাকি রীতিমতো তাকে বিশাল অংকের টাকা অফার করেছিল। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন আইপিএলের মেগা আসরে নিজের ভবিষ্যৎ নিজেই উন্মোচন করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
আইপিএল ২০২১শে খারাপ পারফরম্যান্সের জন্য চক্ষুশূল হয়েছিলেন সবার। কিন্তু মাস খানেক সময় যেতে না যেতে নিজের জাত চেনালেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টুর্নামেন্ট সেরা হয়ে নজির গড়লেন তিনি। আইপিএল ২০২২ নিয়ে তার এক ভক্তের করা প্রশ্নের উত্তরে তিনি সরাসরি বলেন, “আপাতত কোনো শিবিরে নাম লেখাতে চান না তিনি। আসন্ন ২০২২ মেগা নিলামে অংশগ্রহণ করতে চান ডেভিড ওয়ার্নার। তাই এই বিষয় নিয়ে তিনি কোনরকম চিন্তার মধ্যে নেই।” ডেভিড ওয়ার্নারের এমন কথায় নতুন ফ্র্যাঞ্চাইজির সাথে সাথে পুরনো ফ্র্যাঞ্চাইজিরদের কপাল খুলে গেল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চাইলে যে কোন দল তাকে নিজেদের শিবিরে অন্তর্ভুক্ত করার সুযোগ পেতে চলেছে। অধিনায়ক হিসেবে তো বটেই, যেকোনো ফ্র্যাঞ্চাইজি একজন দুর্দান্ত ব্যাটসম্যান পেতে চলেছে আসন্ন মেগা অকশনে।
