
২০২১ সালে সুদূর আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় অংশের আসর বসিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই আসরে একেবারেই ফর্মে ছিলেন না। যার কারণে ধীরে ধীরে দল থেকে ছাঁটাই করা হয় ডেভিড ওয়ার্নারকে। এমনকি আইপিএলের শেষ মুহূর্তে এসে সাজঘরে পর্যন্ত দেখা মেলেনি ডেভিড ওয়ার্নারকে। খেলার মধ্যভাগে তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে নতুন নেতা করা হয় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। শেষে দলের সাথে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েন ডেভিড ওয়ার্নার। বিষয়টি একেবারে ভালো চোখে দেখেননি হায়দ্রাবাদের সমর্থকরা। ক্যারিয়ারে খারাপ সময় যেতেই পারে, তাই বলে প্রথম শিরোপা জয়ী অধিনায়কের এরূপ অবস্থা মেনে নিতে পারেননি অনেক ক্রিকেটপ্রেমী।
ইতিমধ্যে সানরাইজ হায়দ্রাবাদ তাদের রিটেনশন ক্রিকেটের তালিকা জমা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। যেখানে ডেভিড ওয়ার্নারকে বাদ রেখেই দল গঠন করেছে তারা। ফলশ্রুতিতে হায়দ্রাবাদের সমর্থকদের এক অংশ রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে। এই বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন হায়দ্রাবাদের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, ‘আমি খুব ভালো করে জানতাম, সমর্থকদের উপর এর প্রভাব পড়বেই। যে কোন দল সাপোর্টারদের জন্যই কিন্তু সফল হয়। একটি ব্র্যান্ড হয়ে ওঠে। যে কোনও বড় টিমেরই কোনও না কোনও আইকন প্লেয়ার থাকে। আমার মতো কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমারও দীর্ঘদিন ওই টিমের আইকন ছিল।’
তাই স্বাভাবিকভাবেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছে সানরাইজ হায়দ্রাবাদ। আমি ভালো করেই জানি যে, হায়দ্রাবাদ শিবিরের হাজারো সমর্থক আমাকে মন থেকে ভালবাসেন। আমার খেলা উপভোগ করেন। সেজন্য সাধারণভাবেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওই সব সর্মথকরা।’
উল্লেখ্য, আইপিএল শেষে অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী পারফরম্যান্স করেছেন ডেভিড ওয়ার্নার। সিরিজ সেরা হওয়ার খেতাব অর্জন করেছেন তিনি। তাছাড়া বর্তমানে ইংল্যান্ডের সাথে চলমান অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ডেভিড ওয়ার্নার। উল্লেখ্য, ২০১৬ সালে সানরাইজ হায়দ্রাবাদ প্রথম এবং শেষ বারের মত ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে আইপিএল শিরোপা ঘরে তুলেছিল।
