
গতবছর ভারতীয় প্রিমিয়ার লিগে চরমভাবে অপমানিত হয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। হায়দ্রাবাদ শিবিরের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার বলতে গেলে প্রায় এক ঘরে হয়ে পড়েন নিজের শিবিরে। আইপিএলের শেষ লগ্নে এসে সাজঘরেও স্থান পাননি অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ২০২২ মেগা আইপিএল উপলক্ষে ইতিমধ্যে তার পুরোনো শিবির তাকে ছেড়েই রিটেনশন ক্রিকেটারের তালিকা জমা দিয়েছে বিসিসিআইয়ের কাছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ২০২২ আইপিএলের মেগা অকশনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের বেসপ্রাইস হতে চলেছে সর্বাধিক।
আসন্ন আইপিএল ২০২২-এর মেগা অকশনে ভারতীয় মুদ্রায় তাঁর ন্যূনতম দাম ২ কোটি টাকা ধার্য করা হয়েছে। শুধু ওয়ার্নার একা নন, তাঁর অস্ট্রেলিয়া ক্রিকেট টিমে তার সতীর্থ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা প্লেয়ার মিচেল মার্শেরও ন্যূনতম দাম ২ কোটি টাকা নির্ধারিত হয়েছে।
আসন্ন মেগা নিলামে ২৭০ ক্যাপড প্লেয়ার রয়েছেন। আর ৩১২ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। সেই সঙ্গে ৪১ জন রয়েছেন অ্যাসোসিয়েট টিম থেকে। মোট ১২১৪ জন ক্রিকেটার এবার আইপিএলের মেগা নিলামে উঠতে চলেছেন। সূত্রের খবর, শুক্রবার প্লেয়ারদের এই তালিকাটি দশটি ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠানো হয়েছে। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ২০২২ আইপিএলের মেগা নিলাম রয়েছে।
মেগা অকশনে ২ কোটি টাকা বেসপ্রাইস রয়েছে যাদের-
এছাড়া ভারতীয় মুদ্রায় যাদের বেসপ্রাইস দেড় কোটি টাকা সেই লিস্টে রয়েছেন– অমিত মিশ্র, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, অ্যারন ফিঞ্চ, ক্রিস লিন, নাথান লিয়ন, কেন রিচার্ডসন, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, ইয়ন মর্গ্যান, ডেভিড মালান, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম , শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরান।
