Connect with us

Cric Gossip

AB de Villiers: প্রিয় বন্ধু সিংহাসনচ্যুত, বিরাটের উদ্দেশ্যে হৃদয়স্পর্শী বার্তা দিলেন এবি ডি ভিলিয়ার্স

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে দুইজন দুই দেশের প্রতিনিধিত্ব করলেও ভারতীয় প্রিমিয়ার লিগে দীর্ঘদিনের সঙ্গী এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলি। খেলার মাঠে তৈরি হয়েছে তাদের মধ্যে নিবিড় বন্ধুত্ব। সর্বদা দুজনকে খোশ মেজাজে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাট হাতে দুজনের পার্টনারশিপ লক্ষণীয় ছিল ক্রিকেট মাঠে। এবি ডি ভিলিয়ার্স যে বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু তার প্রমাণ আবারো মিলল এদিন। গত ১৫ই জানুয়ারি বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতে বাকি ক্রিকেটারদের থেকে একদম আলাদা প্রতিক্রিয়া ছিল এবি ডি ভিলিয়ার্সের।

সম্প্রতি তিনিও ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাই ভারতীয় প্রিমিয়ার লিগে আর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামতে দেখা যাবেনা কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে। তাই বলে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে ভোলেননি প্রোটিয়া এই ব্যাটসম্যান। বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার পর প্রভূত প্রশংসা করেছেন এবি ডি ভিলিয়ার্স। এক বাক্যে নিজের বন্ধুর আন্তর্জাতিক ক্রিকেটে মহান কৃতিত্ব ব্যক্ত করেছেন তিনি।

এবি ডি ভিলিয়ার্সের বক্তব্য কোনভাবেই অস্বীকার করা সম্ভব নয় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টেস্ট ক্রিকেটে এশিয়ার সবচেয়ে সফলতম অধিনায়ক হলেন বিরাট কোহলি। তিনি একমাত্র অধিনায়ক যিনি ঘরের মাটিতে টানা ১০ টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। বিরাট কোহলি ২০১৪ সালে ভারতীয়দের টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দলকে। যার মধ্যে ৪০ ম্যাচে জয় এবং ১৭ ম্যাচে পরাজয় হয়েছে টিম ইন্ডিয়ার। ১১ ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তাছাড়া ঘরের মাটিতে ২৪ এবং বিদেশের মাটিতে ১৬ ম্যাচ জিতেছেন বিরাট কোহলি। এখনো পর্যন্ত ভারত তথা এশিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম টেস্ট অধিনায়ক তিনিই।

Advertisement

#Trending

More in Cric Gossip