Connect with us

Cricket News

IPL 2022: অবশেষে স্বস্তি পেল চেন্নাই সুপার কিংস, চোট কাটিয়ে নেটে ফিরলেন বিধ্বংসী এই বোলার!

Advertisement

আইপিএলে মেগা আসরের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস। গতকাল প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের দেওয়া ১৩২ রানের সহজ লক্ষ্যমাত্রা খুব সহজেই তাড়া করে ম্যাচে জিতে নিয়েছিল শ্রেয়াস আইয়ারের কলকাতা। গতবারের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংসের প্রথম সারির ব্যাটসম্যান পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। চিন্তা বেড়েছে বোলিং বিভাগেও। অবশেষে সমস্ত চিন্তার অবসান ঘটাতে চেন্নাই শিবিরে প্রত্যাবর্তন করতে চলেছেন মেগা নিলাম থেকে কেনা সবচেয়ে দামি ক্রিকেটার।

চেন্নাই সুপার কিংসের নির্ভরযোগ্য অলরাউন্ডার দীপক চাহার চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেট জগতের বাইরে রয়েছেন। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান দীপক চাহার। কলকাতায় খেলা তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন চাহারের উরুর পেশীতে স্ট্রেন হয়। তার পরে ওভারের মাঝ পথে ফেলে রেখেই তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। যে কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। তখন থেকেই চাহার বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করে চলেছেন।


আজ চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ইনজুরি কাটিয়ে নেট প্রাক্টিসে ফিরেছেন দীপক চাহার। উল্লেখ্য, ২০২২ আইপিএলের মেগা নিলাম থেকে ১৪ কোটি টাকা ব্যয় করে তাকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। দীপক চাহার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও নিজের নেট প্র্যাকটিসের ছবিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে বোলিং এবং ব্যাটিং করতে দেখা গিয়েছে। এই পোস্টের মাধ্যমে এটি অনুমান করা যায়, দীপক চাহার শীঘ্রই তাঁর চোট সারিয়ে উঠে চেন্নাই শিবিরে যোগ দিতে পারেন। নিঃসন্দেহে যা চেন্নাইয়ের জন্য স্বস্তির খবর হবে। সম্ভবত চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচে ২২ গজে দেখা যেতে পারে দীপক চাহারকে, এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

#Trending

More in Cricket News