
গতকাল রাজস্থান রয়েলসকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেরা চারে পদার্পণ করল দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে ধারাবাহিকভাবে ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালস। আর সেই জন্য প্রথম দল হিসেবে এই কৃতিত্ব করার গৌরব অর্জন করলো দিল্লি ক্যাপিটালস। ২০২১ আইপিএলের প্রথম অংশ শেষ হওয়ার পরেও পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দিল্লি ক্যাপিটালস। বর্তমানে দিল্লি ক্যাপিটালস ১৬ পয়েন্ট সংগ্রহ করে এখনও সবার শীর্ষে অবস্থান করছে। বিগত ম্যাচে রাজস্থান রয়েলসকে ৩৩ রানে পরাজিত করে দিল্লি ক্যাপিটালস। ওই ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালস। কিন্তু রাজস্থান রয়্যালসের বিপক্ষে বেশি রানের লক্ষ্য স্থির করতে পারেনি তারা। নির্ধারিত কুড়ি ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছিলো।
কিন্তু দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে রাজস্থান রয়েলস। শেষ পর্যন্ত ৩৩ রানের ব্যবধানে পরাজিত হয় তারা। প্রথমবারের মত দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করছেন ঋষভ পন্ত। শ্রেয়াস আইয়ার ভারত ইংল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়ে যাওয়ার ফলে দিল্লি ক্যাপিটালসের এই গুরুদায়িত্ব পান ঋষভ পন্ত। আর সেই দায়িত্ব সফলতার সাথে এখনো পর্যন্ত পালন করে চলেছেন দিল্লি ক্যাপিটালসের তরুন অধিনায়ক।
যদিও প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোট কাটিয়ে দলে ফিরেছেন। কিন্তু দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্তের উপর আস্থা রেখেছে। চোট কাটিয়ে দলে ফিরে আরও হিংস্র হয়ে গেছেন শ্রেয়াস আইয়ার। পরপর দুটি ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি। গ্রুপ লীগের পর্যায়ে এখনো চারটি খেলা বাকি রয়েছে দিল্লি ক্যাপিটালসের। সামনে কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। ইতিপূর্বে দশটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস। আর সেই সুবাদে প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।
অন্যদিকে প্রথম দল হিসেবে সানরাইজ হায়দ্রাবাদ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। বর্তমানে আইপিএল লীগে তারাই একমাত্র দল যারা আর কোনভাবে প্লে-অফে জায়গা করতে পারবে না। গতকাল পাঞ্জাব কিংসের দেওয়া মাত্র ১২৬ রানের লক্ষ্যমাত্রা তুলতে পারেনি সানরাইজ হায়দ্রাবাদ। আর সেই সাথে সাথে তাদের এবারের আইপিএলের আসর শেষ হয়ে গেছে। বর্তমানের পাঞ্জাব কিংস, রাজস্থান রয়েলস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স এখনও সেরা চারের প্রতিযোগিতায় সমভাবে এগিয়ে রয়েছে।
