
গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবকে পরাস্ত করে চলতি আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে আরও একটি কড়া পদক্ষেপ রাখল দিল্লি ক্যাপিটালস। গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে জয় নিশ্চিত করতেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। কারণ অবশ্য আর কিছুই নয়, ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার লড়াই করছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সামনে এখন একটি করে ম্যাচ অবশিষ্ট রয়েছে। যে কোন দল একটি ম্যাচে জয় নিশ্চিত করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেরা চারে প্রবেশ করবে।
সে ক্ষেত্রে ১৪ পয়েন্ট অর্জন করেও বাড়ি ফেরার রাস্তা ধরতে হবে নাইট বাহিনীকে। গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মায়ানক আগারওয়াল। নিজেদের পরিকল্পনামাফিক বোলিং করতে সক্ষম হয় পাঞ্জাব। তবে ব্যাটিং বিপর্যয় কাল হয়ে দাঁড়ায় মায়ানক আগারওয়ালদের সামনে। প্রথমে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ওভার খেলে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৯ সংগ্রহ করতে সক্ষম হয়। দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার গোল্ডেন ডাক পাওয়ার পর খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পাঞ্জাব কিংস।
তবে শার্দুল ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ে শেষ রক্ষা হয়নি পাঞ্জাব কিংসের। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। ফলশ্রুতিতে ১৭ রানের ব্যবধানে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। আর এর সাথে সাথে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সহ +০.২৫৫ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান দখল করে নিয়েছে। অর্থাৎ আগামী ম্যাচে জয় নিশ্চিত করেই ব্যাঙ্গালোরকে প্লে অফের লড়াই থেকে বের করে দিয়ে চতুর্থ বিকল্প হিসেবে প্লে অফ খেলবে দিল্লি ক্যাপিটালস।
