
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকের আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে দারুণ শুরু করা দিল্লি শেষ তিনটে ম্যাচে হেরে শুধু চাপেই পরেনি তাদের প্লে-অফে যাওয়ার বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করছে। আজকের ম্যাচের পর তাদের আগামী ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এই দুটো ম্যাচ হারা মানে দিল্লির পক্ষে প্লে-অফে কোয়ালাফাই করা একপ্রকার অসম্ভব হয়ে যাবে। তবে আজ মুম্বই ও পরের দিন আরসিবি এই দুটো দলের মধ্যে যেকোন একটি দলের বিরুদ্ধে জিতলেই প্লে-অফে কোয়ালিফাই করবে শ্রেয়াস আইয়ারের দল। অন্যদিকে প্রথম হিসাবে এবারের আইপিএলের প্লে-অফে কোয়ালিফাই করা মুম্বইয়ের লক্ষ্য থাকবে দিল্লিকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখার দিকে।
শেষ তিনটি ম্যাচে দিল্লির হারের প্রধান কারণ ছিল ব্যাটিং ও বোলিং ব্যর্থতা। কলকাতা নাইট রাইডার্স ও সারাইজার্স হায়দরাবাদ এই দুই দলের বিরুদ্ধে দিল্লির ব্যাটসম্যান ও বোলার উভয়েই ব্যর্থ। শ্রেয়াস আইয়ার ছাড়া কেউ সেভাবে রান করতে পারছেন না। ফর্মে থাকা শিখর ধাওয়ান রান পাননি শেষ তিন ম্যাচে। ঋষভ পন্থের ব্যাটে সেই ঝড় নেই। শিমরণ হেটমায়ার শুরুটা ভাল করলেও সেটাকে ক্যারি করতে পারছেন না। মার্কাস স্টোইনিস হুট করে তার ফর্ম হারিয়ে ফেলেছেন। বোলারদের মধ্যে এবারের আইপিএলে এখনো পর্যন্ত সবথেকে বেশি উইকেট পাওয়া কাগিসো রাবাদা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একটাও উইকেট পাননি। স্টোইনিসের মিডিয়াম পেস বোলিং সেইভাবে এফেকটিভ হচ্ছে না। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন শেষ দুই ম্যাচে ভাল বল করতে পারেননি। এনরিচ নর্টজে প্রত্যেক ম্যাচেই ভাল বল করছেন। দলের ব্যাটিং ও বোলিং ব্যর্থতা কাটিয়ে আজ মুম্বইয়ের বিরুদ্ধে জিতে দ্বিতীয় দল হিসাবে প্লে-অফে কোয়ালিফাই করার লক্ষ্য দিল্লির। এই জয়ের জন্য দলের সিনিয়র ব্যাটসম্যানদের থেকে বড় রান এবং বোলারদের মধ্যে দুই পেসার রাবাদা ও নর্টজের থেকে ভাল বোলিংয়ের অপেক্ষায় রয়েছে দিল্লি।
দিল্লির প্রতিপক্ষ মুম্বইয়ের ব্যাটিং ও দুই বিভাগেই সেরা পারফরম্যান্স বজায় রেখেছে। ব্যাটিংয়ে যেমন কুইন্টন ডি কক, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, কায়রং পোলার্ড, হার্দিক পান্ডিয়ারা ফর্মে রয়েছে তেমনি বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসনরা ধারাবাহিকতা দেখিয়েছে। এই ফর্ম ধরে রেখেই আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২ পয়েন্ট পেতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স।
একনজরে দেখে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ :
দিল্লি ক্যাপিটালস :
শিখর ধাওয়ান, অজিঙ্কে রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস , শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন, হার্শাল প্যাটেল, এনরিচ নর্টজে
মুম্বই ইন্ডিয়ান্স :
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড (অধিনায়ক), জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ
