
ভারতীয় এই বিধ্বংসী বোলার যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সে। তবে একজন ধারাবাহিক সদস্য হিসেবে নয়, নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন গুজরাট শিবিরে। আশ্চর্যের বিষয় হলো এই, ভারতের হয়ে দুটি বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার এক সময় ভারতীয় প্রিমিয়ার লিগে মাথায় তুলেছেন পার্পেল ক্যাপও। হঠাৎ নেট বোলার হিসেবে তাকে দেখে রীতিমতো হতবাক ক্রিকেটপ্রেমীরা। হ্যাঁ, ভারতের হয়ে বিশ্বকাপ খেলা মোহিত শর্মা এখন আইপিএলে একজন নেট বোলার। ভাগ্যের নির্মম পরিহাস, ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ খেলেছেন মোহিত শর্মা। আইপিএলের নিয়েছেন প্রায় শতাধিক উইকেট!
ভারতীয় ক্রিকেটার মোহিত শর্মা টিম ইন্ডিয়ার হয়ে ২৬টি ওয়ান ডে ও ৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৩৭টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপে ৮ ম্যাচে মোহিত ১৩টি উইকেট দখল করেন। এছাড়া ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচে ২ উইকেট দখল করেছিলেন মোহিত। ২০১৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ২৩টি উইকেট নিয়ে টুর্নামেন্টের পার্পেল ক্যাপ জেতেন মোহিত শর্মা। এছাড়া দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলে মাঠে নেমেছেন মোহিত। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ৮৬টি ম্যাচে ৯২টি উইকেট নিয়েছেন তিনি।
স্বাভাবিকভাবেই ৩৩ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার মোহিত শর্মাকে নেট বোলারের ভূমিকায় দেখে হতভম্ব নেটিজেনরা। অনেকেই তাঁর কেরিয়ারের এমন অবনতিতে হতাশা প্রকাশ করছেন। খুব শীঘ্রই মোহিত শর্মা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করবেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএলের মেগা আসর।
