
চলতি আইপিএলে এক বিস্ময়কর ফিনিশারের নাম দীনেশ কার্তিক। আইপিএলের মেগা নিলাম থেকে দীনেশ কার্তিককে কিনেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। উইকেট রক্ষকের পাশাপাশি একজন ফিনিশারের ভূমিকায় তাকে দেখতে চেয়েছিল ব্যাঙ্গালোর শিবির। সেই পরিকল্পনা বাস্তবায়নও করলেন দীনেশ কার্তিক। আপনাদের জানিয়ে রাখি, গতবার কেকেআরের হয়ে তেমন আহামরি খেলতে পারেননি দীনেশ কার্তিক। ১৭ ম্যাচে ২২৩ রান করেছিলেন। গড় ছিল ২২.৩। স্ট্রাইক রেট ১৩১.১৭। সেই পরিস্থিতিতে এবার তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স।
তবে কলকাতার জার্সিতে নিজেকে মেলে ধরতে না পারলেও ব্যাঙ্গালোরের জার্সিতে ব্যাটিংয়ে জাদু দেখাচ্ছেন দীনেশ কার্তিক। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪ বলে ৩২ রানের ইনিংস দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন কার্তিক। নিজের পুরনো শিবির কলকাতার বিরুদ্ধে অবশ্য জয়সূচক ইনিংসটি খেলেছিলেন তিনি। মাত্র ৭ বলে ১৪ রান করেছিলেন তিনি। এরপর রাজস্থানের বিরুদ্ধে মাত্র ২৩ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতান দীনেশ কার্তিক। গতকাল শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে ২ বলে ৭ রান করে অপরাজিত প্যাভিলিয়নে ফেরেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র ১৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন দীনেশ। এছাড়া গতকাল দিল্লির বিরুদ্ধে জয়সূচক ইনিংস খেলেছেন তিনি। মাত্র ৩৪ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক।
অন্যদিকে, একমাত্র বাংলাদেশ ক্রিকেটার হিসেবে চলতি আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বেসিক মূল্যে দিল্লি ক্যাপিটালসের সাথে যুক্ত হয়েছিলেন তিনি। তবে চলতি আইপিএল শেষে তার আইপিএল ক্যারিয়ার সমাপ্ত হতে পারে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এর কারণ অবশ্য আর কিছু নয়, দীনেশ কার্তিকের সামনে এক ওভার বোলিং, এর জন্য দায়ী! গতকাল ব্যাঙ্গালোরের ইনিংসের ১৭তম ওভারে বল করতে আসেন মোস্তাফিজুর রহমান। তার সেই ওভারে খেলার ছবিটাই পাল্টে দেন দীনেশ। চারটি চার এবং দুটি ছক্কার মাধ্যমে মুস্তাফিজুরের ওভারে ২৮ রান করেন দীনেশ কার্তিক। ফলশ্রুতিতে ১৯০ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
