Connect with us

Cricket News

IPL 2022: হাইভোল্টেজ ম্যাচে বিধ্বংসী ইনিংস! কোহলির লম্বা ইনিংসে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখলো RCB

Advertisement

দীর্ঘ তিন বছর পর অবশেষ ম্যাচ জয়ের নায়ক হলেন কিং কোহলি। গতকাল আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে বিরাট কোহলির বিধ্বংসী ইনিংসে ম্যাচ জিতেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ব্যাট হাতে বিরাট কোহলির ৭৩ রানের লম্বা ইনিংস চলতি আইপিএলে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখলো রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য।

গতকাল মরণ বাচনের লড়াইয়ে শক্তিশালী গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২২ গজের মহারণে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। গতকাল হাই ভোল্টেজ ম্যাচে জয়ই একমাত্র রাস্তা ছিল ব্যাঙ্গালোরের জন্য চলতি আইপিএলে প্লে অফের স্বপ্ন পূরণ করার জন্য। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে পরাজিত হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যাঙ্গালোরকে পেছনে ফেলে চলতি আইপিএলের প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করতে দিল্লি ক্যাপিটালস। গতকাল গুজরাটের বিপক্ষে জয় নিশ্চিত করে মূল্যবান ২ পয়েন্ট অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে চলতে আইপিএলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ব্যাঙ্গালোর।

দীর্ঘদিন ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পর গতকালকের হাই ভোল্টেজ ম্যাচে নিজেকে মেলে ধরেছিলেন বিরাট কোহলি। টসে জিতে প্রথমে ব্যাটিং করে গুজরাট টাইটান্স ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১৬৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেবে ওপেনিং জুটিতে বিরাট কোহলি এবং ডুপ্লেসিসের মধ্যে ১১৫ রানের পার্টনারশিপ তৈরি হয়। ডুপ্লেসিস ব্যক্তিগত ৪৪ রানে সাজঘরে ফিরলে ম্যাক্সওয়েলের সাথে জুটি বাঁধেন কোহলি। শেষমেষ ৫৪ বলে ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৭৩ রানের লম্বা ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে কোন অসুবিধা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। তবে দীর্ঘদিন পর বিরাট কোহলির ব্যাট থেকে রান আসতে দেখে একরকম খুশির জোয়ারের সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Advertisement

#Trending

More in Cricket News