
এবার সমস্ত জল্পনার সমাপ্তি ঘটিয়ে আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। যদিও বহুদিন ধরে জল্পনা চলছিল, মহেন্দ্র সিং ধোনি নিজেই অধিনায়কত্ব ছাড়তে পারেন। আর এই আইপিএলে নিজের জায়গায় বসাতে পারেন অন্য কোন ক্রিকেটারকে। অবশেষে সত্যি হলো সেই জল্পনা। ২০২২ আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র ২ দিন। এরই মধ্যে বিশাল পরিবর্তন চেন্নাই সুপার কিংস শিবিরে। মহেন্দ্র সিং ধোনি আইপিএল শুরু হওয়ার আগেই ছাড়ছাড়লেনলেন চেন্নাইয়ের অধিনায়কত্ব। আগামী ২৬ মার্চ প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম দল চেন্নাই সুপার কিংস ২০২০ সালে প্রথমবারের মতো কোয়ালিফাই করতে না পারলেও ২০২১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কাঙ্খিত লক্ষ্য অর্জন করেছিল চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলের মেগা অকশনের পূর্বে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করেছিল চেন্নাই সুপার কিংস। তবে হঠাৎ তার এই সিদ্ধান্ত রীতিমত অবাক করেছে মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের। যদিও তার এই কঠিন সিদ্ধান্তের কারণ এখনো আসেনি সামনে।
📑 Official Statement 📑#WhistlePodu #Yellove 💛🦁 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে চেন্নাই সুপার কিংস সর্বাধিক বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া শিরোপা জয়ের সাফল্যের নিরিখে চারবার শিরোপা অর্জন করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই।
