Connect with us

Cricket News

MS Dhoni: আইপিএলে কোন জার্সি গায়ে শেষ ম্যাচে খেলতে চান ধোনি? জানালেন নিজের মনের কথা

Advertisement

আইপিএলের চলতি মরশুমে ব্যাট হাতে ব্যর্থ সিএসকে অধিনায়ক। একবারের জন্যেও ফর্মে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। গোটা মরশুমে তার খারাপ পারফরম্যান্স দর্শকদের মধ্যে প্রশ্ন তুলেছে আদেও পরের মরশুমে সিএসকের জার্সি গায়ে অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা মাহিকে? সম্প্রতি এই প্রশ্নের উত্তর তিনি নিজেই তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন।

বর্তমানে ধোনির কথা থেকেই স্পষ্ট পরের মরশুমে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে দেখা যাবে ধোনিকে। সম্প্রতি চেন্নাই ভক্তদের সাথে এক আলাপচারিতায় চেন্নাই অধিনায়ক তার বিদায় প্রসঙ্গে দাবি করেছেন, এরপরেও চেন্নাই ভক্তরা তাকে সিএসকের জার্সি গায়ে মাঠে খেলতে দেখতে পাবেন। তিনি এও বলেন হয়তো সেটাই হবে তার বিদায়ী ম্যাচ। ভক্তদের কাছে সুযোগ থাকবে তাকে বিদায় জানানোর। শেষে তিনি বলেন, তিনি তার শেষ ম্যাচ চেন্নাইয়ের হয়েই খেলবেন এবং চেন্নাইয়ের ভক্তদের সঙ্গেও দেখা হবে আবার।

এই মরশুমে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একেবারেই ফর্মে নেই তা স্বীকার করছেন সকলেই। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২৭ বলে মাত্র ১৮ রান করে আউট হয়ে যান মাহি। যা মন ভেঙে দিয়েছিল মাহি ও চেন্নাই ভক্তদের। চলতি মরশুমে ১৩ ম্যাচে মাত্র ৮৪ রান করেছেন ধোনি। প্লে-অফের দৌড়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে যোগ্যতা অর্জন করলেও ব্যাট হাতে দলকে সেভাবে রান দিতে পারেননি অধিনায়ক। আইপিএলে ধোনির এই পারফরম্যান্স দেখার পরেই প্রশ্ন ওঠে পরের মরশুমে খেলতে দেখা যাবে কিনা ধোনিকে? এরপরেই তিনি নিজের কথা দিয়ে স্পষ্টই বুঝিয়ে দেন পরের মরশুমেও চেন্নাইয়ের জার্সি গায়ে দেখা মিলবে তার।

Advertisement

#Trending

More in Cricket News