
যেন নিজেকে আলাদা ভাবে উপস্থাপন করছেন দীনেশ কার্তিক। কখনো মাইক হাতে ধারাভাষ্যকার রূপে আবার কখনো ব্যাট হাতে ফিনিশার রূপে নিজেকে উদ্ভাসিত করছেন দীনেশ কার্তিক। চলতি আইপিএলে যেন স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কলকাতা নাইট রাইডার্সের বিতাড়িত ক্রিকেটার বর্তমানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচ জয়ের ধারক-বাহক। চলতি আইপিএলে এখনো পর্যন্ত ছটি ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক। যেখানে পাঁচটি ইনিংস থেকেছেন অপরাজিত। এখনো পর্যন্ত আইপিএলে সর্বাধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন তিনি।
আইপিএলের মেগা নিলাম থেকে দীনেশ কার্তিককে কিনেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। উইকেট রক্ষকের পাশাপাশি একজন ফিনিশারের ভূমিকায় তাকে দেখতে চেয়েছিল ব্যাঙ্গালোর শিবির। সেই পরিকল্পনা বাস্তবায়নও করলেন দীনেশ কার্তিক। আপনাদের জানিয়ে রাখি, গতবার কেকেআরের হয়ে তেমন আহামরি খেলতে পারেননি দীনেশ কার্তিক। ১৭ ম্যাচে ২২৩ রান করেছিলেন। গড় ছিল ২২.৩। স্ট্রাইক রেট ১৩১.১৭। সেই পরিস্থিতিতে এবার তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স।
চলতি আইপিএলে এখনো পর্যন্ত দীনেশ কার্তিক ২০৭ স্ট্রাইক রেটে ধ্বংসাত্মক ব্যাটিং করছেন। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪ বলে ৩২ রানের ইনিংস দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন কার্তিক। নিজের পুরনো শিবির কলকাতার বিরুদ্ধে অবশ্য জয়সূচক ইনিংসটি খেলেছিলেন তিনি। মাত্র ৭ বলে ১৪ রান করেছিলেন তিনি। এরপর রাজস্থানের বিরুদ্ধে মাত্র ২৩ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতান দীনেশ কার্তিক। গতকাল শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে ২ বলে ৭ রান করে অপরাজিত প্যাভিলিয়নে ফেরেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র ১৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন দীনেশ। এছাড়া গতকাল দিল্লির বিরুদ্ধে জয়সূচক ইনিংস খেলেছেন তিনি। মাত্র ৩৪ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক।
