
আজ আইপিএলের ষষ্ঠ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা কলকাতাকে ধীরে ধীরে ম্যাচ থেকে ব্যাকফুটে ঠেলে দেয়। তবে মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে কলকাতার সমপর্যায়ে এসে দাঁড়িয়ে পড়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস। ব্যাঙ্গালোরের আহবানে প্রথমে ব্যাটিং করতে নামে কলকাতা নাইট রাইডার্স। তবে বিরাট কোহলিদের বিধ্বংসী বোলিংয়ের সামনে ভেঙে পড়তে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। এর ফলে শুরুতেই পরাজয়ের স্বাদ গ্রহণ করে কলকাতা নাইট রাইডার্স।
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে মোহাম্মদ সিরাজ কিংবা হার্সেল প্যাটেল, করেন আগুন ঝরানো বোলিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। এছাড়া ২০ রানের কোঠা পার করতে পারেননি কোন নাইট ব্যাটসম্যান। অধিনায়ক শ্রেয়াস আইয়ার মাত্র ১৩ রান করে ফেরেন সাজঘরে। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ চার উইকেট দখল করেন হাসারাঙ্গা। সাথে বাংলার ছেলে আকাশদীপ দখল করেন মূল্যবান তিনটি উইকেট। গতবারের পার্পেল ক্যাপ হোল্ডার হার্সেল প্যাটেল ৪ ওভার বোলিং করে ১১ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৮.৫ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১২৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে উমেশ যাদবের বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনআপ। তবে মিডল অর্ডারে শাহওয়াজ আহমেদের ২৭ রানের ইনিংস ব্যাঙ্গালোরকে আবার লড়াইয়ে ফিরিয়ে আনে। শেষে ৭ বলে দীনেশ কার্তিকের অপরাজিত ১৪ রানের ইনিংস দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়।
