Connect with us

Cricket News

IPL 2022: পরপর চার ম্যাচে অপরাজিত দীনেশ কার্তিক, ২৪২ স্ট্রাইক রেটে করছেন ধ্বংসাত্মক ব্যাটিং!!

Advertisement

টানা ব্যর্থতার জন্য নিজের পুরনো শিবির ধরে রাখেনি দীনেশ কার্তিককে। মেগা নিলাম থেকে তাকে কিনে নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোরের জার্সিতে নিজেকে বর্তমানে পৃথিবীর সেরা ফিনিশার হিসেবে উপস্থাপন করছেন দীনেশ কার্তিক। এখনো পর্যন্ত রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছেন চারটি ম্যাচ। যেখানে বিধ্বংসী ইনিংসের সাথে সাথে প্রত্যেকটি ম্যাচে অপরাজিত থেকেছেন দিনেশ কার্তিক। দীনেশ কার্তিকের বিধ্বংসী পারফরম্যান্স বর্তমানে ব্যাঙ্গালোরের ধারাবাহিক জয়ের অন্যতম কারণ। দলের জন্য শেষ কয়েকটি ওভারে নিজেকে মেলে ধরছেন দীনেশ কার্তিক।

আপনাদের জানিয়ে রাখি, গতবার কেকেআরের হয়ে তেমন আহামরি খেলতে পারেননি দীনেশ কার্তিক। ১৭ ম্যাচে ২২৩ রান করেছিলেন। গড় ছিল ২২.৩। স্ট্রাইক রেট ১৩১.১৭। সেই পরিস্থিতিতে এবার তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। এমনকি মেগা অকশনে তার পেছনে ছোটার আগ্রহ দেখায়নি নাইট শিবির।

চলতি আইপিএলে এখনো পর্যন্ত দীনেশ কার্তিক ২৪২ স্ট্রাইক রেটে ধ্বংসাত্মক ব্যাটিং করছেন। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪ বলে ৩২ রানের ইনিংস দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন কার্তিক। নিজের পুরনো শিবির কলকাতার বিরুদ্ধে অবশ্য জয়সূচক ইনিংসটি খেলেছিলেন তিনি। মাত্র ৭ বলে ১৪ রান করেছিলেন তিনি। এরপর রাজস্থানের বিরুদ্ধে মাত্র ২৩ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতান দীনেশ কার্তিক। গতকাল শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে ২ বলে ৭ রান করে অপরাজিত প্যাভিলিয়নে ফেরেন তিনি।

Advertisement

#Trending

More in Cricket News