
গতকাল আইপিএলের ষষ্ঠ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথম পাওয়ার প্লেতে ব্যাঙ্গালোরের বিধ্বংসী বোলিং-য়ে প্রায় সমস্ত তারকা ব্যাটসম্যানদের হারিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স। একসময় শতরান পার করাও দুঃসহ হয়ে পড়ে নাইটদের সামনে। এমন ম্যাচে একটি রিভিউ নিয়ে সমালোচনার শীর্ষে চলে আসলেন ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক ডুপ্লেসিস।
ঘটনাটি ঘটেছিল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ে ১৬ তম ওভারে। এমনিতেই কেকেআর নয় উইকেট হারিয়ে ধুঁকছিল। দ্রুত শেষ উইকেট তুলে নিয়ে কেকেআরকে অল আউট করার লক্ষ্যে এই সময়ই ফ্যাফ এমন এক রিভিউ নেন, যা দেখলে নবাগতরাও লজ্জায় পড়ে যাবেন। ১৬তম ওভারের শেষ বলে হার্ষাল প্যাটেল এক ফুল লেংথের ডেলিভারি বোলিং করেন বরুণ চক্রবর্তীকে। বরুণ স্পষ্টভাবে ব্যাট দিয়ে সেই বল রুখে দেন। তবে সেই বলে রিভিউ চেয়ে বসে ব্যাঙ্গালোরের অধিনায়ক ডুপ্লেসিস।
থার্ড আম্পায়ার যখন রিভিউ আবেদন পরীক্ষা করেন তখন স্পষ্ট দেখা যায় যে, হার্শল প্যাটেলের ওই বলটি মাঝ ব্যাটে খেলেছিলেন বরুণ চক্রবর্তী। এই দেখে ধারাভাষ্যকার থেকে সমর্থক সকলেই চমকে যান। স্বাভাবিকভাবেই খুবই দ্রুত তৃতীয় আম্পায়ার ফ্যাফের আবেদন নাকচ করে দেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ফ্যাফকে নিয়ে ট্রোলের বন্যা। ভয়ানক রিভিউ নেওয়ায় কেউ মজা করে ফ্যাফকে নির্বাসিত করার দাবি জানান, তো কেউ আবার মজা করে এটিকে ইতিহাসের সেরা রিভিউ বলে কটাক্ষ করেন। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। ম্যাচটিতে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ৩ উইকেটে জয়লাভ করেছে।
