
শুক্রবার পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হার হয় নাইট বাহিনীর। নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যানের মতে, একাধিক ক্যাচ মিস করাই হারের মূল কারণ। এদিন খেলা শেষে মর্গ্যান জানান, বৃহস্পতিবার মাঠে নাইট রাইডার্সের ফিল্ডিং একেবারেই ভাল ছিল না। পাঞ্জাবের বিরুদ্ধে একাধিক ক্যাচ মিস করেছে নাইটরা। ক্যাচ ফসকানোর জন্যই তাদের ম্যাচ হরতে হয়েছে বলেই জানিয়েছেন অধিনায়ক।
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যান আরো জানান, তারা পরবর্তী দুই ম্যাচে জিতে আরো ভালোভাবে ফিরে আসবেন ও প্লে-অফে যাওয়ার চেষ্টা করবেন। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখনো চতুর্থ স্থানে রয়েছেন ইয়ন মর্গ্যানের দল। নিজের দলকে নিয়ে এখনো আশাবাদী অধিনায়ক। বৃহস্পতিবারে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ মিস করাকেই হারের কারণ হিসেবে স্বীকার করেছেন কেকেআরের অধিনায়ক।
গতকাল, বৃহস্পতিবারের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে রাহুল ত্রিপাঠির নেওয়া ক্যাচ নিয়ে প্রশ্ন উঠেছে। সঠিক পদ্ধতিতে ক্যাচ ধরেনি, মত অনেকের। এই প্রসঙ্গে কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান জানান, রাহুল ত্রিপাঠি ক্যাচ নেওয়ার পর সকলেই ভেবেছিলেন কেকেআর উইকেট পেয়ে গেছে। পরে তৃতীয় আম্পায়ার রাহুল ত্রিপাঠির ক্যাচকে মান্যতা দেননি। পরে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা এগিয়ে নিয়ে গেছেন নাইটরা। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে নাইট বাহিনী। রবিবার কেকেআরের একমাত্র লক্ষ্য থাকবে খেলার শেষে জয় হাসিল করা। এখন কেকেআর অনুরাগীরা তাকিয়ে আছেন রবিবারের ম্যাচের দিকে। নাইটরা আদেও নিজেদের জায়গা ধরে রাখতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠছে বইকি?
