
গতকাল সমাপ্তি ঘটেছে আইপিএল ২০২২-এর মেগা অকশন। আয়োজন শেষে শুরু হয়েছে সমস্ত হিসাব নিকাশ। এবারের মেগা অকশনে নিলামে নাম তুলেছিলেন মোট ১২৪০ জন ক্রিকেটার। যার মধ্যে মেগা অকশনের জন্য ৫৯০ জন ক্রিকেটারের নাম বাছাই করে আইপিএল নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ছিল ৩৭০ জন। মেগা নিলামে বেশিরভাগ ক্রিকেটার মে অবিক্রিত থাকবেন সেটি আগে থেকেই স্থির হয়ে গিয়েছিল। শেষমেষ মেগা নিলামে ২০৪ জন ক্রিকেটারকে কিনে নেয় দশটি ফ্র্যাঞ্চাইজি। দেখে নিন, কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারকে নিয়ে দল সাজালো-
১. মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, কায়রন পোলার্ড, জয়দেব উনাদকট, সূর্যকুমার যাদব, মুরুগান অশ্বিন, যশপ্রীত বুমরা, ঈশান কিশান, ডেওয়াল্ড ব্রেভিস, ময়ঙ্ক মারকান্ডে, তিলক বর্মা, বাসিল থাম্পি, সঞ্জয় যাদব, টাইমল মিলস, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টিম ডেভিড, রাইলি মেরিডিথ, আরশাদ খান, অনমোলপ্রীত সিংহ, রমনদীপ সিংহ, রাহুল বুদ্ধি, অর্জুন টেন্ডুলকর, ঋত্বিক শোকীন, আরিয়ান জুয়াল এবং ফ্যাবিয়ান অ্যালেন।
২. চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিংহ ধোনি, ঝতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা ,অম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, শিবম দুবে, তুষার দেশপান্ডে, মইন আলি, কেএম আসিফ, মাহিশ থিকশানা, শুভ্রাংশু সেনাপতি, মুকেশ চৌধরী, সিমরজিত সিংহ, রাজবর্ধন হাঙ্গারগেকর, প্রশান্ত সোলাঙ্কি, ডোয়েন প্রিটোরিয়াস, ডেভন কনওয়ে, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার, ভগত বর্মা, ক্রিস জর্ডন, হরি নিশান্ত এবং এন জগদীশন।
৩. কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়াস আইয়ার, অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহ, অনুকুল রায়, রাসিখ সালাম, বাবা ইন্দ্রজিত, চামিকা করুণারত্ন, অভিজিৎ তোমর, প্রথম সিংহ, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মহম্মদ নবি, উমেশ যাদব এবং আমন খান।
৪. সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমার, শ্রেয়স গোপাল, রাহুল ত্রিপাঠি, জগদীশা সুচিথ, এডেন মার্করাম, নিকোলাস পুরান, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, আব্দুল সামাদ, উমরান মালিক, শন অ্যাবট, রোমারিয়ো শেফার্ড, আর সমর্থ, শশাঙ্ক সিংহ, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, ফজলহক ফারুকি এবং গ্লেন ফিলিপ্স।
৫. রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, দেবদত্ত পাদিক্কল, যশস্বী জয়সওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, জস বাটলার, যুজবেন্দ্র চহাল, শিমরন হেটমেয়ার, নবদীপ সাইনি, কেসি কারিয়াপ্পা, প্রসিদ্ধ কৃষ্ণা, ওবেড ম্যাকয়, অনুনয় সিংহ, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম গাড়ওয়াল, নাথান কুল্টার নাইল, জিমি নিশাম, ড্যারিল মিচেল এবং রসি ভ্যান ডার ডূসেন।
৬. দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্থ, পৃথ্বী শ, কমলেশ নাগরকোটি, চেতন সাকারিয়া, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, মনদীপ সিংহ, শার্দূল ঠাকুর, অনরিখ নোখিয়া, কেএস ভরত, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, সরফরাজ খান, অশ্বিন হেব্বার, খলিল আহমেদ, ঋপল পটেল, যশ ঢুল, প্রবীণ দুবে, রভমান পাওয়েল, ললিত যাদব, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ট এবং ভিকি অস্তবাল।
৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলী, জস হ্যাজেলউড, দীনেশ কার্তিক, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল পটেল, ফ্যাফ ডুপ্লেসি, ওয়ানিন্দু হাসরঙ্গা, মহম্মদ সিরাজ, অনুজ্জ্বল রওয়াত, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, সুয়াস প্রভুদেশাই, জেসন বেহেরেনডর্ফ, চামা মিলিন্দ, মহিপাল লোমরোর, শারফেন রাদারফোর্ড, ফিন অ্যালেন, অনীশ্বর গৌতম, কর্ণ শর্মা, সিদ্ধার্থ কৌল, লভনিথ সিসোডিয়া এবং ডেভিড উইলি।
৮. লখনউ সুপার জায়ান্টস: কে এল রাহুল, রবি বিষ্ণোই, মনিশ পান্ডে, শাহবাজ নাদিম, মার্কাস স্টোইনিস, মার্ক উড, কুইন্টন ডি’কক, জেসন হোল্ডার, কুৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পাণ্ড্য, দীপক হুডা, মনন ভোহরা, দুষ্মন্ত চামিরা, অঙ্কিত রাজপুত, আবেশ খান, মহসিন খান, আয়ুশ বাদোনি, কাইল মেয়ার্স, কর্ণ শর্মা, এভিন লুইস এবং ময়ঙ্ক যাদব।
৯. পঞ্জাব কিংস: শিখর ধাওয়ান, রাহুল চাহার, জনি বেয়ারস্টো, মায়াঙ্ক আগারওয়াল, লিয়াম লিভিংস্টোন, সন্দীপ শর্মা, কাগিসো রাবাডা, শাহরুখ খান, অর্শদীপ সিংহ, প্রভসিমরন সিংহ, হরপ্রীত ব্রার, জিতেশ শর্মা, ওডিয়েন স্মিথ, ঈশান পোড়েল, বৈভব অরোরা, রাজ অঙ্গদ বাওয়া, ঋষি ধবন, প্রেরক মাঁকড়, ঋত্বিক চট্টোপাধ্যায়, বলতেজ সিংহ, আনশ পটেল, নাথান এলিস, অথর্ব তাইডে, ভানুকা রাজাপক্ষ এবং বেনি হাওয়েল।
১০. গুজরাট টাইটান্স: হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, জেসন রয়, রাহুল তেওয়াটিয়া, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, লকি ফার্গুসন, দর্শন নলকান্ডে, সাই কিশোর, দয়াল, নুর আহমেদ, অভিনব মনোহার, রশিদ খান, ডোমিনিচ ড্রেক, আলজারি জোসেফ, প্রদীপ সঙ্গওয়ান, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, গুরকীরত সিংহ, বরুণ অ্যারন এবং সাই সুদর্শন।
