
প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর আজ আইপিএলের আসরে প্রথম জয় লাভের উদ্দেশ্যে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। ওপেনিং জুটিতে রবিন উথাপ্পার সাথে মাঠে নামেন তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়।
ঋতুরাজ গায়কোয়াড় ১ রানে সাজঘরে ফেরার পর রবিন উথাপ্পা এবং মঈন আলীর ঝড়ো ব্যাটিংয়ে দুর্বার গতিতে রান তুলতে থাকে চেন্নাই সুপার কিংস। মাত্র ২৭ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রবিন উথাপ্পা। অন্যদিকে মঈন আলি দলের খাতায় যুক্ত করেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়া শিভাম দুবে মাত্র ৩০ বলে যুক্ত করেন ৪৯ রান। মাঠে নেমে আম্বাতি রাইডুও বিধ্বংসী ইনিংস খেলেন লখনউ-এর বিরুদ্ধে। তিনি ব্যক্তিগত ২৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া অধিনায়ক রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ১৭ এবং মহেন্দ্র সিং ধোনি মাত্র ৬ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে চেন্নাই সুপার কিংস ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে।
বিরতি শেষে ২১১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে কুইন্টন ডি কক এবং কে এল রাহুল বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। দুজনের ওপেনিং পার্টনারশিপে দলের খাতায় যুক্ত হয় প্রায় শতাধিক রান। অধিনায়ক কে এল রাহুল ৪০ এবং কুইন্টন ডি কক ব্যক্তিগত ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। দলের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ইভেন লুইস। মাত্র ২৩ বলে ৫৫ রানের ধ্বংসাত্মক ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় লখনউ সুপার জায়েন্টস।
