Connect with us

Cricket News

IPL 2022: ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিয়ে উচ্ছ্বসিত কোহলী, কি বললেন ভক্তদের উদ্দেশ্যে? রইল সাক্ষাৎকার

Advertisement

আজ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবিরে অনুশীলনে যোগ দিয়েছেন রান মেশিন বিরাট কোহলি। শিবিরে যোগ দিতেই নিজের করণীয় কি, সে প্রসঙ্গে স্পষ্ট ধারণা দিয়েছেন বিরাট কোহলি। তবে তার আগে লম্বা ছুটি উপভোগ করে কেমন অনুভব করছেন বিরাট কোহলির, সে কথা ভাগ করে নিলেন তার অনুগামীদের সাথে। শ্রীলংকা সিরিজের পর থেকে লম্বা ছুটি কাটিয়ে অবশেষে আইপিএলের মেগা আসরে যোগ দিয়েছেন বিরাট কোহলি। এই প্রসঙ্গে তিনি বলেন, “নিজের পুরোনো শিবিরে ফিরে খুবই ভালো লাগছে। দেখতে দেখতে আরও একটি আইপিএল চলে এলো। এই ছুটিতে পরিবারের সাথে সময় কাটাতে পেরেছি। নিজের কন্যার বেড়ে ওঠা দেখেছি। সবই যেন ছবির মত কাটছে আমার।”

আইপিএল শুরুর মরশুম থেকে অর্থাৎ ২০০৮ সাল থেকে ব্যাঙ্গালোরের হয়ে খেলে আসছেন বিরাট কোহলি। এরপর ২০১৩ সালে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাকে অধিনায়ক হিসেবে নিয়োজিত করে। তার নেতৃত্বে দল একবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেও শিরোপা স্পর্শ করার যোগ্যতা অর্জন করতে পারেনি। অবশেষে ২০২১ সালে আইপিএলের শেষ লগ্নে এসে নিজেই ঘোষণা করেন, ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছাড়ছেন তিনি। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মেগা নিলামের পূর্বে তাকে দলে রিটার্ন করলেও শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিয়েছেন কোহলি।


এদিন ব্যাঙ্গালোর শিবিরে প্রত্যাবর্তন করে বিরাট কোহলি বলেন,”এবারের আইপিএলে আমার দায়িত্ব অনেকটাই কমলো। তবে জীবনের দারুণ সময় কাটাচ্ছি। দলের জন্য আমার ফোকাস খুব পরিস্কার এবং আগের থেকে ছোট। জানি আমাকে কী করতে হবে। মজায় আছি। মাঠে নেমে উপভোগ করছি। এই দলের জন্য নিজের সবটা দেব। অনেক বছর পর বেশ চাপমুক্ত লাগছে। ফাফ ডু প্লেসিসের মতো অভিজ্ঞ ক্রিকেটার আমাদের নেতা হয়েছেন। নিশ্চয়ই সম্মান না চাইতে দলের সর্বাধিক সম্মান পাবেন ডুপ্লেসিস। নেতৃত্ব দেওয়ার কাজ ও আগেও করেছে। তাই দলকে পরিচালনা করতে কোন রকম অসুবিধা হবে না ওর। আমরা ওর নেতৃত্বে আরসিবি-র হয়ে খেলতে মুখিয়ে রয়েছি। আমি নিশ্চিত ফ্যাফ দারুণ ভাবে দায়িত্ব পালন করবে।

Advertisement

#Trending

More in Cricket News