
গতকাল হঠাৎ কলকাতা নাইট রাইডার্সের অফিশিয়াল টুইটে একটি বার্তা প্রকাশ করা হয়েছে। আর সেই বার্তা এখন আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। গতকাল কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে জানানো হয়েছে, আজ বিকাল ছ’টায় বড় ঘোষণা আসতে চলেছে তাদের পক্ষ থেকে। তবে কি সম্পর্কিত সেই ঘোষণা সেটাই এখন ধোঁয়াশা সৃষ্টি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। দু’বারের শিরোপা জয়ী দল কলকাতা নাইট রাইডার্স মেগা নিলামের পূর্বে ৪ জন ক্রিকেটারকে দলে রিটেন করেছে। দুই ক্যারিবীয় আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিনের (৬ কোটি) সঙ্গেই রিটেনশনের তালিকায় রয়েছেন বরুণ চক্রবর্তী (৮ কোটি) এবং ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি)।
এদিকে ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে মেগা নিলামের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আইপিএলের মেগা নিলামে নাম উঠতে চলেছে মোট ১২১৪ জন ক্রিকেটারের। ৪৮ কোটি টাকা নিয়ে দলের বাকি ক্রিকেটার কিনতে লড়াইকরবে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে সব ফ্র্যাঞ্চাইজি চুল ছেড়া বিশ্লেষণ করতে ব্যস্ত। কোন ক্রিকেটারকে নিয়ে দল সাজাবে সেটাই এখন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির প্রধান লক্ষ্য। তবে কলকাতা নাইট রাইডার্সের প্রথম এবং প্রধান লক্ষ্য দলের জন্য যোগ্য অধিনায়ক খুঁজে বের করা।
বিগত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন ইয়ন মরগান। তবে ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জন্য তাকে রিলিজ করেছে কলকাতা শিবির। যদিও তার খারাপ পারফরম্যান্সের পরেও কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ফাইনাল খেলেছিল। তবে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হতে হয় কোলকাতাকে।
এদিকে মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স শিবির থেকে টুইটারে এই খবর কনফার্ম করে জানিয়েছে, এই বিশেষ ঘোষণা ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়ায় একাধিক প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে। টুইটারের বয়ান, “আর মাত্র তিন ঘন্টা। বড়সড় ঘোষণা আসতে চলেছে। সন্ধ্যা ৬টায় ফেসবুক, টুইটার এবং ইউটিউবে লাইভ দেখানো হবে। নজর রাখো।”
Stay Tuned! ⏳ 3 Hours to go for the Announcement…
📌 LIVE on FB, YouTube and Twitter at ⏰ 6:00 PM!#IPLAuction #KKR #GalaxyOfKnights pic.twitter.com/LYrm5ory0S
— KolkataKnightRiders (@KKRiders) January 27, 2022
