
পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন। ইউটিউব চ্যানেলের এক বিশেষ অনুষ্ঠানে সেরা একাদশ নির্বাচন করেছেন তিনি। তবে শোয়েব আখতার কর্তৃক নির্বাচিত সেরা একাদশে জায়গা পাননি জসপ্রীত বুমরাহ কিংবা ডোয়েন ব্র্যাভোর মত টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটাররা। আইপিএলের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ জন বিদেশি ক্রিকেটার এবং ৪ জন ভারতীয় ক্রিকেটার নিয়ে সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছেন তিনি। চলুন দেখে নেওয়া যাক এক নজরে-
শোয়েব আখতার কর্তৃক নির্বাচিত সর্বকালের সেরা একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের সাথে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে। তৃতীয় স্থানে অবশ্য তার পছন্দের তালিকায় রয়েছেন বিরাট কোহলি। চতুর্থ বিকল্প হিসেবে অবশ্য শোয়েব আখতার পছন্দ করেছেন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে।
উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে তিনি বেছে নিয়েছেন পৃথিবীর অন্যতম সেরা উইকেট-রক্ষক মহেন্দ্র সিং ধোনিকে। সাথে সাথে অধিনায়ক হিসেবেও তিনি ধোনিকে বেছে নিয়েছেন। দুজন অলরাউন্ডার হিসেবে আন্দ্রে রাসেল এবং কায়রন পোলার্ডকে নিজের সর্বকালের সেরা একাদশে জায়গা দিয়েছেন তিনি। স্পিনার বিকল্প হিসেবে তার পছন্দ হরভজন সিং এবং রশিদ খান। এছাড়া পেস বোলার হিসেবে তার সর্বকালের সেরা একাদশে জায়গা পেয়েছেন ব্রেট লি এবং লাসিথ মালিঙ্গা।
সর্বকালের সেরা একাদশ: ক্রিস গেইল, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), হরভজন সিং, রশিদ খান, ব্রেট লি এবং লাসিথ মালিঙ্গা
