
ধারাবাহিকতা যেন কিছুতেই পিছু ছাড়া হচ্ছে না বিরাট কোহলির। একের পর এক ম্যাচে ব্যর্থতার রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। চলতি আইপিএলে সেই তালিকায় যুক্ত হয়েছে আরো একটি লজ্জাজনক রেকর্ড। প্রথম বলেই গোল্ডেন ডাক পেয়ে প্যাভিলিয়নে ফিরেছেন বিরাট কোহলি। চলতি আইপিএলে বিরাট কোহলির ব্যর্থতা সমস্ত ধৈর্যের বাধ ভেঙেছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার চেয়ে সমালোচনা ভাগই বেশি। এমন পরিস্থিতিতে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে লম্বা ইনিংস আসবে বলে আশা করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার।
আইপিএলের আজ গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বিগত ম্যাচে খেলতে নেমে লজ্জার রেকর্ডটি নিজের নামের সাথে জুড়েছিলেন বিরাট কোহলি। পাওয়ার প্লের প্রথম ওভারে শ্রীলংকান পেসার দুষ্মন্ত চামিরার বলে দীপক হুডার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। যেখানে ঠিক তার আগের বলে অধিনায়ক কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন ব্যাঙ্গালোরের ওপেনিং ব্যাটসম্যান অনুজ রাওয়াত।
নিজের প্রথম ওভারের পঞ্চম বলে দুষ্মন্ত চামিরা তুলে নেন ভারতীয় এই তরুণ ব্যাটসম্যানের উইকেট। ঠিক তার পরের বলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ক্রিকেটারের উইকেট দখল করেন তিনি। দলের প্রয়োজনে যেখানে ডুপ্লেসিসের সঙ্গ দেওয়া প্রয়োজন ছিল সেখানে ব্যর্থতার রেকর্ড গায়ে মেখে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। আজ সমস্ত সমালোচনার সমাপ্তি ঘটানোর সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট কোহলির। ধারাবাহিকতা ভেঙে রানে ফিরতে পারেন তিনি।
আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে সাত ইনিংসে কোহলি ১৭ গড়ে মাত্র ১১৯ রান করেছেন বিরাট কোহলি। যার মধ্যে ৩ ইনিংসে দশের কোঠা পার করতে পারেননি রান মেশিন। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে বিরাট কোহলি ব্যর্থ রোহিত শর্মাকে ছাড়িয়ে আইপিএলে লজ্জার রেকর্ড নিজের নামে করেছেন। উল্লেখ্য, আইপিএলের মেগা আসরে এখনো পর্যন্ত ৭ ইনিংস ব্যাটিং করেছেন রোহিত শর্মা। যেখানে সর্বসাকুল্যে ১৭ গড়ে রান করেছেন মাত্র ১১৪!
