
আগামীকাল শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে শক্তিশালী দলের বিরুদ্ধে দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে শ্রেয়াস আইয়ারদের। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বাধানিষেধের কারণে আইপিএলের প্রথম থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গ দিতে পারবেন না অ্যারন ফিঞ্চ এবং প্যাট কামিন্স। সে ক্ষেত্রে কোন বিকল্প নিয়ে মাঠে নামবেন শ্রেয়াস আইয়ার, এই প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক সমীকরণ-
১. ভেঙ্কটেশ আইয়ার: ওপেনার হিসেবে আবারো ভারতীয় এই অলরাউন্ডারের উপর ভরসা রাখতে পারে কলকাতা শিবির। গতবার আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন ভেঙ্কটেশ। তাই ওপেনার হিসেবে দলে তার জায়গা পাকা বলে মনে হচ্ছে।
২. অজিঙ্কা রাহানে: দীর্ঘদিন ধরে টানা ব্যর্থতার পর অবশেষে নিজেকে প্রমাণ করার আরও একটি দুর্দান্ত সুযোগ পেতে পারেন অজিঙ্কা রাহানে। যদিও অনুশীলনের সময় ব্যর্থ হয়েছেন রাহানে। তবে কলকাতার মেন্টর মনে করেন আগামী ৫-৭ বছর ক্রিকেট খেলতে পারবেন রাহানে। সে ক্ষেত্রে দ্বিতীয় বিকল্প হিসেবে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন তিনি।
৩. শ্রেয়াস আইয়ার: অধিনায়ক শ্রেয়াস আইয়ার সম্প্রতি সময়ে স্বপ্নের ফর্মে রয়েছে। ব্যাটিং অর্ডারে তৃতীয় স্থানে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন তিনি। তাই এখানেই তাকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।
৪. নিতিশ রানা: দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডার সামলে আসছেন নিতিশ রানা। বিগত মরশুমেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি।
৫. স্যাম বিলিংস: মিডল অর্ডারে জলদি রান করার জন্য বিদেশি হিসেবে জায়গা পেতে পারেন উইকেটরক্ষক স্যাম বিলিংস।
৬. আন্দ্রে রাসেল: প্রয়োজনে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠতে পারেন ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল। বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতার জয়ের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি।
৭. সুনীল নারাইন: ওপেনারের পাশাপাশি ইনিংসের শেষ মুহূর্তেও ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠতে পারেন সুনীল নারাইন। ফিনিশার হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি।
৮. মোহাম্মদ নবী: দুর্দান্ত বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও তার সাফল্য মন্দ নয়। পৃথিবীর বিভিন্ন ঘরোয়া লিগে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি।
৯. শিভম মাভি: পেস বোলিং বিভাগে কলকাতার প্রথম পছন্দের তালিকায় থাকতে পারেন ভারতীয় ক্রিকেটার শিভম মাভি। অত্যন্ত ইনজুরি প্রবণ হওয়ার সত্তেও তাকে দলে টেনেছে কলকাতা।
১০. উমেশ যাদব: মেগা নিলামের শেষ পর্যায়ে উমেশ যাদবকে দলে টেনে নেয় কলকাতা নাইট রাইডার্স। অত্যন্ত অভিজ্ঞ এই বোলারের প্রতি আস্থা রাখতে পারে শ্রেয়াস আইয়ারের দল।
১১. বরুণ চক্রবর্তী: মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর প্রতি আস্থা রাখবেন শ্রেয়াস আইয়ার সে কথা বলে দিতে হয় না। গতবার আইপিএলে দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন তিনি।
