Connect with us

Cricket News

KKR Vs SRH: ব্যর্থ রাহানে, আজ হায়দ্রাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে কলকাতার শক্তিশালী একাদশ?

Advertisement

পয়েন্ট টেবিলে নিজের অবস্থানটা মোটামোটি শক্ত করলেও প্লে-অফ এখনো অনেক দূরে। প্লে-অফে পৌঁছাতে গেলে এখনো বেশ কয়েকটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে নাইটদের। বিগত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজিত হয়ে কিছুটা ব্যাকফুটে চলে গেছে কলকাতা নাইট রাইডার্স। নেট রানরেটেও পিছিয়েছে নাইটরা। তাই আজ গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স নিজেদের সেরা একাদশ নিয়ে হায়দ্রাবাদের বিপক্ষে লড়াই করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ? আইপিএলের শুরুতে প্রথম দুই একটি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছিলেন অজিঙ্কা রাহানে। তবে দিল্লির বিরুদ্ধে সেই প্রগতিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারতীয় এই ওপেনার। তাছাড়া বিগত কয়েকটি ম্যাচে কলকাতার হয়ে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি রাহানে। সে ক্ষেত্রে প্রথম একাদশে প্রথম পরিবর্তন হতে পারেন তিনিই।

তবে অজিঙ্কা রাহানের স্থানে কাকে দলে অন্তর্ভুক্ত করবে কলকাতা নাইট রাইডার্স? এই প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ হলেও বাহ্যিক রূপ তার আত্মপ্রকাশ করানো কার্যত অসম্ভব। কয়েকদিন আগে কলকাতা শিবিরে যোগ দিয়েছেন বিস্ফোরক ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। রাহানের বিকল্প হিসেবে তিনিই সবচেয়ে ভালো বিকল্প। তবে বর্তমানে নাইট শিবিরে ৪ জন ক্রিকেটার খেলছেন। সেক্ষেত্রে একজনকে বসিয়ে সেরা একাদশ তৈরি করতে হবে নাইট বাহিনীকে। সুনীল নারাইন, প্যাট কামিন্স এবং আন্দ্রে রাসেল অবশ্যই থাকবেন প্রথম একাদশে। সেক্ষেত্রে স‌্যাম বিলিংসের জায়গায় খেলাতে হবে ফিঞ্চকে। তাতেও সমস‌্যা। তাহলে আবার উইকেটকিপার হিসাবে শেল্ডন জ‌্যাকসনকে খেলাতে হবে। কিন্তু প্রথম দুটো ম‌্যাচে তিনি যা পারফর্ম করেছেন, তাতে তাঁর ভরসা রাখা যাচ্ছে কোথায়?

কলকাতার সম্ভাব্য সেরা শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, সুনিল নারাইন, প্যাট কামিন্স, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শেল্ডন জ‌্যাকসন(উইকেটরক্ষক), আর. সালাম, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।

Advertisement

#Trending

More in Cricket News