Connect with us

Cricket News

Kolkata knight riders: ম্যাকালামের বিদায়! কারা রয়েছেন কলকাতার পরবর্তী কোচ হওয়ার দৌড়ে?

Advertisement

চলমান রত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জঘন্যতম পারফরম্যান্সের পর অবশেষে দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাকালাম। চলতি আইপিএলে দুর্দান্ত শুরু করেও কলকাতা নাইট রাইডার্সের করুণ অবস্থার জন্য অনেকে ম্যাকালামের সাথে শ্রেয়াস আইয়ারের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ম্যাকালামের অনুপস্থিতিতে আসন্ন দিনে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ কে হবে তা নিয়ে ইতিমধ্যে উঠেছে জল্পনা। এক নজরে দেখে নিন, নাইটদের কোচ হওয়ার লড়াইয়ে কারা রয়েছে এগিয়ে-

১. ইরফান পাঠান: ভারতীয় ক্রিকেটারদের মধ্য থেকে কলকাতা নাইট রাইডার্স নিজেদের জন্য কোচ নির্বাচন করতে পারে। সে ক্ষেত্রে নাইটদের প্রধান কোচ হওয়ার তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন ইরফান পাঠান। ভারতের সেরা ফিল্ডার তথা অন্যতম সেরা পেস বোলার ইরফান পাঠান বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত রয়েছেন।

২. জ্যাক ক্যালিস: প্রাক্তন কেকেআর তারকা এবং কোচ নাইট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ফের একবার যুক্ত হতে পারেন। ২০১৪ পর্যন্ত ক্যালিস চুটিয়ে নাইটদের জার্সিতে আইপিএল খেলেছেন। তারপরে ব্যাটিং উপদেষ্টার পদে যোগ দেন। ট্রেভর বেইলিসের প্রস্থানের পরে ২০১৫-য় হেড কোচ হিসেবে নিযুক্ত হন প্রোটিয়াজ কিংবদন্তি। তাঁর কোচিংয়ে কেকেআর তিনবার প্লে অফে পৌঁছেছিল। তার অনুপস্থিতি কলকাতা নাইট রাইডার্স মাত্র একবার প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করেছে।

৩. শেন ওয়াটসন: চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল মাতিয়েছেন শেন ওয়াটসন। বর্তমানে অবসর জীবনের মধ্যে রয়েছেন তিনি। আইপিএলের সাথে চিরপরিচিত শেন ওয়াটসন কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে যোগ দিতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

৪. ডেবিট হাসি: কেকেআর হেড কোচ হিসেবে নিয়োগ করতে পারে তাদের দলেরই এই প্রাক্তন তারকাকে। ক্রিকেটার হিসেবে বেশ কয়েক মরশুম কাটানোর পরে ডেভিড হাসি নাইটদের কোচিং স্টাফে রয়েছেন প্রায় তিন বছর হতে চলল। কলকাতা নাইট রাইডার্স শিবিরে ব্যাটিং উপদেষ্টা হিসাবে ২০২০-তে যোগ দিয়েছিলেন তিনি। তাই তার নামও ভেসে বেড়াচ্ছে বাতাসে।

Advertisement

#Trending

More in Cricket News