Connect with us

Cricket News

Indian Cricketer: এই ৪ ভারতীয় ক্রিকেটার, যারা সবচেয়ে কম বয়সে আইপিএলে শতক করেছেন

Advertisement

বর্তমান পৃথিবীর সবচেয়ে সফলতম লীগ হলো ভারতীয় প্রিমিয়ার লিগ। যেখানে প্রতিবছর উঠে আসে নতুন প্রতিভা। প্রতি নিয়ত তৈরি হয় নতুন নতুন রেকর্ড। ভারতীয় প্রিমিয়ার লীগের জনপ্রিয়তা এতই বেশি যে, যে কোন ক্রিকেটার অন্তত জীবনে একবার ভারতীয় প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে চায়। কুড়ি ওভারের এই খেলায় ক্রিকেটাররা নিজেদেরকে মেলে ধরে বিশ্ব সামনে। কেউ ব্যাটের মাধ্যমে আবার কেউ বলের মাধ্যমে। ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার জন্য বিশ্বের সেরা ক্রিকেটাররা নিজেদের নাম অন্তর্ভুক্ত করান। আইসিসি আয়োজিত টুর্নামেন্টের পরে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট হলো ভারতীয় প্রিমিয়ার লিগ। সবচেয়ে কম বয়স্ক ক্রিকেটার হিসেবে ভারতীয় প্রিমিয়ার লিগে শতক করেছেন এমন চারজন ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক-

৪. সঞ্জু স্যামসন: রাজস্থান রয়েলসের বর্তমান অধিনায়ক উইকেট-রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তিনি মাত্র ২২ বছর ১৫১ দিন

বয়সে এই কৃতিত্ব অর্জন করেন। ২০১৭ সালে তিনি ৬৩ বল মোকাবেলা করে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন।

৩. দেবদত্ত পদিক্কাল: ভারতীয় প্রিমিয়ার লিগে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে খেলে থাকেন দেবদত্ত পদিক্কাল। বর্তমানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান হলেন দেবদত্ত পদিক্কাল। ওপেনিং জুটিতে বিরাট কোহলির সাথে অনবদ্য পারফরম্যান্স করছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ভারতীয় প্রিমিয়ার লিগে চলতি বছরে ব্যক্তিগত শতক গড়েন দেবদত্ত পদিক্কাল। তিনি মাত্র ২০ বছর ২৮৯ দিন

বয়সে এই অনন্য রেকর্ড গড়ার কৃতিত্ব অর্জন করেন।

২. ঋষভ পন্ত: বর্তমানে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। বাঁহাতি এই হাই হিটার ব্যাটসম্যান ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে বিরল রেকর্ড গড়ার কৃতিত্ব অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগে দুর্দান্ত সাফল্য পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তিনি ২০১৮ সালে ৬৩ বলে অপরাজিত ১২৮* রানের ইনিংস খেলেন। যখন তার বয়স ছিল ২০ বছর ২১৮ দিন

১. মনিশ পান্ডে: ভারতীয় প্রিমিয়ার লিগে ২০০৯ সালে মাত্র ১৯ বছর ২৫৩ দিন বয়সে শতক করেন মনিশ পান্ডে। আরও অবাক করার বিষয় হলো এই, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ভারতীয় প্রিমিয়ার লিগে শতক করেছিলেন মনিশ পান্ডে। এর আগে ভারতীয় ক্রিকেটে তাবড় তাবড় ক্রিকেটার থাকলেও একজন শতক করার গৌরব অর্জন করতে পারেননি। এটি মনিশ পান্ডের এক বিরল রেকর্ড।

Advertisement

#Trending

More in Cricket News