
ভারতীয় প্রিমিয়ার লিগের ১৫ তম আসরে ভারতীয় ক্রিকেট বোর্ড আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করতে চলেছে। যার ফলশ্রুতিতে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো ভেঙে নবরূপে সজ্জিত করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো চাই সর্বোচ্চ চার জন ক্রিকেটারকে রিটেনশন করতে পারবে। যার মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে। ৮টি ফ্র্যাঞ্চাইজি মোট ২৭ জন ক্রিকেটারকে রিটেন করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি চাইলে মেগা নিলামের আগে সর্বোচ্চ তিন জন ক্রিকেটারের সাথে চুক্তিবদ্ধ হতে পারে।
শুক্রবার অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ হিসেবে নিয়োগ করেছিল আইপিএল-এর এই নতুন ফ্র্যাঞ্চাইজি। আজ দলের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত করা হলো গৌতম গম্ভীরকে। এদিকে মেগা অকশনের পূর্বে তিনজন ক্রিকেটার কে দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। ২০২২ আইপিএলে লখনউ-এর নেতৃত্ব দেবেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। তাছাড়া স্পিনার রশিদ খান এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইসান কিষণের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে লখনউ।
এদিকে প্রথমবারের মতো নব ভূমিকায় দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী নায়ককে। ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীরকে প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত করেছে ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। নতুন পথে যুক্ত হয়ে তিনি ইতিমধ্যে ধন্যবাদ বার্তা পাঠিয়েছেন লখনউ ফ্র্যাঞ্চাইজির কর্ণধর ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে। গৌতম গাম্ভীর বলেন, আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে অসংখ্য ধন্যবাদ। ফের একবার প্রতিযোগিতা মূলক ক্রিকেটে নাম লিখিয়ে ট্রফি জেতার ইচ্ছা আমার মধ্যে অনেক দিন ধরেই ছিল। বুকের ভেতর সব সময় একটা আগুন জ্বলত। অবশেষে ফের একবার ড্রেসিংরুমে থাকার সুযোগ পাব।
