Connect with us

Cric Gossip

Virat Kohli: আইপিএলে “গোল্ডেন ডাকের” হ্যাটট্রিক! তারপরেও বাসন বাজিয়ে ফুর্তি করছেন বিরাট কোহলি

Advertisement

ছন্দ ছাড়া বিরাট কোহলি আবারও নিজের কর্মকান্ডের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচিত হলেন। তবে এবার বিরাট কোহলিকে রীতিমত এক হাতে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ব্যাট হাতে দলের জন্য শূন্য অথচ দলের বাকি ক্রিকেটারদের মনোরঞ্জন করাতে একাই একশো! সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বাসন বাজিয়ে দলের বাকি ক্রিকেটারদের মনোরঞ্জন করাচ্ছেন বিরাট কোহলি। যা সোশ্যাল মিডিয়ায় লেন্সে ধরা পড়তেই রাতারাতি ভাইরাল হয়ে পড়েছে।

ভারতীয় ক্রিকেট দলের সদ্য প্রাক্তন অধিনায়ক তথা রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ধারাবাহিকতার বাইরে রয়েছেন। এক কথায়, আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগে তার ক্যারিয়ার সমাপ্তি লগ্নে এসে পৌঁছেছে। চলতি আইপিএলে একাই আইপিএলের ইতিহাসে সবচেয়ে লজ্জার রেকর্ড গুলি নিজের নামে করেছেন তিনি। অথচ কোনরকম অনুশোচনা নেই বিরাট কোহলির মনে। নিজের মতো আনন্দে মেতে রয়েছেন তিনি?


এদিন সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে দল বিরাট ব্যবধানে জয়লাভ করলেও কোহলির ব্যাট থেকে আবারো “গোল্ডেন ডাক” দেখেছে ক্রিকেটপ্রেমীরা। এই নিয়ে চলতি আইপিএলের আসরে মোট তিনবার গোল্ডেন ডাক পেলেন তিনি। তাছাড়া ৬ ইনিংসে দুই অঙ্কের কোটা পার করতে পারেননি চলতি আইপিএলেই। প্রথম একাদশ থেকে বাদ পড়ার উপক্রম হয়েছেন বিরাট কোহলি। অথচ ম্যাচ শেষে তারা আত্মহারা আনন্দ দেখে রীতিমতো রাগান্বিত হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা।

এ বার আইপিএলে কোহলির পারফরম্যান্স যে কতটা খারাপ যাচ্ছে, তা তাঁর পরিসংখ্যানেই বোঝা যায়। ১২ ম্যাটে ১১১.৩৪-র গড়ে মাত্র ২১৬ রান করেছেন কোহলি। ব্যাটিং গড় ২০-র থেকেও কম (১৯.৬৪)। মাত্র একবার ৫০-র গণ্ডি পার করেছেন তিনি। তাছাড়া একই দলের বিরুদ্ধে এক মরশুমে দুবার “গোল্ডেন ডাক” পাওয়ার লজ্জার রেকর্ড গড়েছেন তিনি।

Advertisement

#Trending

More in Cric Gossip