
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপর আসতে চলেছে কাঙ্খিত লগ্ন। আগামী ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে আইপিএল ২০২২-এর মেগা নিলামের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আইপিএলের মেগা নিলামে নাম উঠতে চলেছে মোট ১২১৪ জন ক্রিকেটারের। বর্তমানে সব ফ্র্যাঞ্চাইজি চুল ছেড়া বিশ্লেষণ করতে ব্যস্ত। কোন ক্রিকেটারকে নিয়ে দল সাজাবে সেটাই এখন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির প্রধান লক্ষ্য। একাধিক তারকা ক্রিকেটারকে তাদের পুরনো শিবির রিলিজ করতে বাধ্য হয়েছে। ফলে নতুনভাবে তারকাসমৃদ্ধ দল গঠন করার সুযোগ রয়েছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির জন্য।
এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া আসন্ন মেগা নিলাম উদ্দেশ্যে ভবিষ্যদ্বাণী করে ফেললেন। তিনি ভারতীয় দুই ক্রিকেটারকে নিয়ে বাজি ধরলেন। আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন, আসন্ন মেগা নিলামে চেন্নাই সুপার কিংসের দুই তারকা বোলারদের পিছনে ছুটবে ফ্র্যাঞ্চাইজিগুলো। উল্লেখ্য, মেগা নিলামের পূর্বে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মঈন আলী এবং ঋতুরাজ গায়কোয়াড়কে রিটেন করেছে। বাদ পড়েছেন চেন্নাইয়ের স্টার বোলার শার্দুল ঠাকুর এবং দীপক চাহার।
আকাশ চোপড়ার মতে, “আসন্ন মেগা নিলামে সবচেয়ে বেশি দাম উঠতে চলেছে দীপক চাহারের জন্য। সম্প্রতি ভারতীয় দলে অপরিহার্য অংশ হয়ে উঠেছেন দীপক চাহার। ব্যাট বলে তার জুড়ি মেলা ভার। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং করেন দীপক চাহার। তিনি বল হাতে রান দিলেও উইকেট তুলতে সক্ষম বোলার। তাই যেকোনো ফ্র্যাঞ্চাইজি তাদের সর্বোচ্চ মূল্য দিয়ে দীপক চাহারকে দলে অন্তর্ভুক্ত করবে।”
অন্যদিকে, শার্দুল ঠাকুর মিডল ওভারে বোলিং করে থাকেন। তাছাড়া ব্যাট হাতেও নিজেকে দুর্দান্তভাবে প্রমাণিত করেছেন শার্দুল। দীপক চাহারের সমপরিমাণ দাম না পেলেও তার পেছনে কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধাবোধ করবে না ফ্র্যাঞ্চাইজি গুলো।
