
একটিমাত্র ম্যাচে ভাগ্য ঘুরে গেল গুজরাট টাইটান্সের। প্রথম থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এর কারণ অবশ্য আর কিছুই নয়, গতকাল লখনউ সুপার জায়েন্টসের দুর্দান্ত জয়। প্রতিপক্ষ সেই কলকাতা নাইট রাইডার্স! ৭৫ রানের ব্যবধানে কলকাতাকে পরাস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে লখনউ সুপার জায়েন্টস।
গতকাল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়াস আইয়ার। ফলশ্রুতিতে প্রথমে ব্যাট করতে নামে কে এল রাহুলরা। তবে দুর্ভাগ্যের বিষয় একটি বল না খেলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন রাহুল। এরপর কুইন্টন ডিককের অর্ধশতরানের উপর ভর করে ১৭৬ রান করে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় কলকাতা নাইটরাইডার্সের ইনিংস। এর জেরে ৭৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারেন শ্রেয়সরা।
ফলশ্রুতিতে, কলকাতাকে ছেলেখেলা করে পরাস্ত করে ২ পয়েন্টের সাথে সাথে রান রেটেও এক ধাক্কায় বেশ খানিকটা এগিয়ে যায় কে এল রাহুলরা। বর্তমানে গুজরাট টাইটান্স ১১ ম্যাচে ১৬ পয়েন্টসহ +১২০ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, সংখ্যক ম্যাচে সংখ্যক পয়েন্ট অর্জন করে +৭০৩ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে পৌঁছে গেছে লখনউ সুপার জায়েন্টস। আপনাদের জানিয়ে রাখি, শেষ দুই ম্যাচে টানা পরাজিত হওয়ার পর গুজরাট টাইটান্স রান রেটে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে।
