
গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের ফলে এক লাফে পয়েন্টস টেবিলে অনেকটা এগিয়ে গেল গুজরাট টাইটান্স। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লির আহবানে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা একদম ভালো হয়নি গুজরাটের। প্রথম ওভারেই উইকেট তুলে নেন বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
দলের হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শুভমন গিল। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩১ রান যুক্ত করেন দলের খাতায়। দিল্লির হয়ে মোস্তাফিজুর রহমান ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রানের বিনিময়ে তুলে নেন মূল্যবান ৩ উইকেট। নির্ধারিত ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে গুজরাট টাইটান্স ১৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
১৭২ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার। লকি ফার্গুসন এক ওভারে দুই উইকেট দখল করে সমস্যায় ফেলেন ঋষভ পন্থকে। শেষমেষ দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভার ব্যাটিং শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে দিল্লির বিরুদ্ধে ১৪ রানের ব্যবধানে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় গুজরাট টাইটান্স। গুজরাটের হয়ে সর্বোচ্চ চার উইকেট দখল করেন লকি ফার্গুসন। এছাড়া মোহাম্মদ সামি তুলে নেন মূল্যবান দুটি উইকেট। ফলশ্রুতিতে পয়েন্টস টেবিলে লম্বা লাফ দিয়েছে গুজরাট টাইটান্স। এক নজরে দেখে নিন তালিকা-
১. রাজস্থান রয়েলস- ৪ পয়েন্টস, রান রেট (+২.১০০)
২. কলকাতা নাইট রাইডার্স– ৪ পয়েন্টস, রান রেট (+.৮৪৩)
৩. গুজরাট টাইটান্স– ৪ পয়েন্টস, রান রেট (+.৪৯৫)
৪. দিল্লি ক্যাপিটালস– ২ পয়েন্টস, রান রেট (+.০৬৫)
৫. লখনউ সুপার জায়েন্টস– ২ পয়েন্টস, রান রেট (-.০১১)
৬. রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর– ২ পয়েন্টস, রান রেট (-.০৪৮)
৭. পাঞ্জাব কিংস– ২ পয়েন্টস, রান রেট (-১.১৮৩)
এছাড়া চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজ হায়দ্রাবাদ এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে পথচলা শুরু করতে পারেনি।
