
১৮ ই ফেব্রুয়ারী চেন্নাইয়ে আইপিএল ২০২১ এর নিলাম অনুষ্ঠিত হয়। ইতিহাস সৃষ্টি করে ১৬ কোটি ২৫ লাখ টাকায় বিক্রিত হন ক্রিস মরিস। রাজস্থান রয়্যালস কেনে এই তারকা প্লেয়ারকে। প্রত্যেকটি ফ্রাঞ্চাইসি তাদের দলকে মজবুত ভাবে তৈরি করার যুদ্ধে নেমেছে। এইবার আইপিএলে কেকেআরে চমক হিসেবে থাকছেন হারভজন সিং। হরভজন সিং এবং কেদার যাদব তাদের বেস প্রাইস নির্ধারণ করেন ২ কোটি টাকা। আর এটা শুনে অনেকেই নাক কোঁচকান।
বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০২১ নিলামের প্রাথমিক পর্যায়ে অবিক্রিত হওয়ার পর, চেন্নাই সুপার কিংসের প্রাক্তন দুই খেলোয়াড় অবশেষে ক্রেতা খুঁজে পান। ৪০ বছর বয়সী হরভজন সিংকে বিডিং এ তার বেস প্রাইস ২ কোটি টাকার বিনিময়ে দুইবার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কেনেন। অন্যদিকে, কেদার যাদব, যিনি চেন্নাই সুপার কিংসে আইপিএল ২০২০ তে তার পারফরম্যান্সের জন্য অনেক সমালোচনার সম্মুখীন হন অবশেষে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বিক্রিত হন। নিলামে তাঁকে ২ কোটি টাকায় কেনা হয়।
ভক্তদের মধ্যে এখন নিলামের উত্তেজনা তুঙ্গে । প্রতিটি দলের সমর্থকই চায় তার দল এই বছর ট্রফি জিতুক। বেশ জমজমাটি হতে চলেছে এই বারের আইপিএল। সম্ভবত এপ্রিল থেকে শুরু হবে ক্রিকেটের এই মহোৎসব।
