Connect with us

Cricket News

Ravindra Jadeja: হারের হ্যাটট্রিক, তবুও নিজেকে ভাগ্যবান মনে করছেন রবীন্দ্র জাদেজা! কিন্তু কেন?

Advertisement

আইপিএলের ইতিহাসে চলতি মরশুমে সবচেয়ে বেশি বিফলতার মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। শুরু থেকে টানা তিনটি ম্যাচে হেরে বর্তমানে পয়েন্টস টেবিলের দশে অবস্থান করছে রবীন্দ্র জাদেজার চেন্নাই। আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের মেগা আসর শুরু হওয়ার দু’দিন পূর্বে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার স্থানে ডিফেন্ডিং দলের নতুন অধিনায়ক হন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে অধিনায়ক হিসেবে নিজের ক্যারিয়ার মোটেও ভালো শুরু করতে পারেননি জাদেজা। পরপর তিনটি ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে তার দল।

এতকিছুর পরেও এদিন সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। মহেন্দ্র সিং ধোনির মূল্যবান পরামর্শ এবং ম্যাচের মধ্যে তার দিকনির্দেশনা ম্যাচ পরিচালনা করতে অনেকটাই সহজতর হয়েছে তার (রবীন্দ্র জাদেজা) জন্য। সাংবাদিক সম্মেলনে রবীন্দ্র জাদেজার দিকে প্রশ্ন ছোড়া হয়, অধিনায়কত্ব পেয়ে আপনি কি নার্ভাস? এর জবাবে রবীন্দ্র জাদেজা বলেন, আইপিএল শুরু হওয়ার মাসখানেক আগেই আমাকে ইঙ্গিত দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেখান থেকে নিজেকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করছি আমি। যদিও এখনও পুরোপুরি প্রস্তুতি সেরে নিতে পারেনি, তবে শীঘ্রই নিজেকে এই দায়িত্বে খাপ খাইয়ে নেব।

রবীন্দ্র জাদেজার এই উত্তরের পর আবারও প্রশ্ন করা হয়, অধিনায়ক হওয়ার পর ব্যাটিং করতে আপনি দ্বিধা বোধ করছেন কেন? এর উত্তরে রবীন্দ্র জাদেজা বলেন, চাপমুক্ত ভাবে ব্যাটিং করা এবং নেতৃত্ব দিয়ে ব্যাটিং করার মধ্যে কিছুটা তফাৎ থাকবে। ওই স্থানের সাথে পুরোপুরি পরিচিত হওয়ার পরে নিশ্চয়ই ব্যাটিং পারফরম্যান্সে পরিবর্তন আসবে। তিনটি ম্যাচে পরাজয়ের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদেরকে আরো ভালোভাবে ফিল্ডিং করতে হবে। অতিরিক্ত রান খরচ আমাদের পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News