
আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল করেছে লজ্জাজনক রেকর্ড। পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স এবং চারবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস আইপিএলের গ্রুপ পর্যায়ে টানা চার ম্যাচে পরাজিত হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে। ইতিপূর্বে টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়ার রেকর্ড ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। আইপিএলের মেগা আসরে সেই রেকর্ড ভেঙ্গে দিল রোহিত শর্মার দল। গতকাল দিনের প্রথম খেলায় সানরাইজ হায়দ্রাবাদের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস। দিনের দ্বিতীয় খেলায় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে ৭ উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
গতবারের চাম্পিয়ান চেন্নাই সুপার কিংস এবং আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে কি আদৌ পৌঁছাতে পারবে প্লে-অফে? আর পৌঁছালেও ঠিক কোন সমীকরণে পৌঁছাবে প্লে-অফে, সেই প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মুখে। হ্যাঁ, জটিল সমীকরণের মাধ্যমে প্লে-অফ নিশ্চিত করতে পারে চেন্নাই ও মুম্বাই। তবে এর জন্য প্রায় প্রত্যেকটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে দুই দলকেই।
চলতি আইপিএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির সংযুক্তকরণে পয়েন্টস টেবিলের হিসাব কিছুটা অন্যরকম হতে চলেছে। আইপিএলে আর দলের ক্ষেত্রে ১৬ পয়েন্ট অর্জন করলেই প্লে অফ নিশ্চিত করত যেকোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার ম্যাচের সংখ্যা এখন থাকার শর্তেও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি সংযুক্তকরণ হওয়ায় সেই সমীকরণে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে ১৮ পয়েন্ট অর্জন করলে সরাসরি প্লে-অফে পৌঁছাবে যেকোনো ফ্র্যাঞ্চাইজি।
এছাড়া ১৬ পয়েন্ট অর্জন করেও নেট রানরেটের ভিত্তিতে প্লে-অফে পৌঁছাবে যেকোনো একটি ফ্র্যাঞ্চাইজি। সে ক্ষেত্রে চেন্নাই এবং মুম্বাই উভয়ের সামনে রয়েছে আর দশটি করে ম্যাচ। যার মধ্যে কমপক্ষে আটটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে দুই দলকেই। সমীকরণ অনেকটা কঠিন হলেও চাম্পিয়ান দুই দল ইতিপূর্বে এমন কাজ হরহামেশাই করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কোন চার দল খেলবে প্লে-অফের ম্যাচ? আর এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া এখন ক্রিকেটপ্রেমীরা।
