
বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরে আইপিএলের প্লে-অফে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের কাছে। আজ কিংস ইলেভেন পাঞ্জাব যদি রাজস্থান রয়্যালসকে হারায় তাহলে বলা যেতে পারে এবারের মতো বিদায় নিল নাইটরা। তবে নাইটদের সামনে যে সামান্য সুযোগটুকু রয়েছে, তা নিয়ে যথেষ্ট আশাবাদী কলকাতা নাইট রাইডার্স শিবিরের মেন্টর ডেভিড হাসি। বৃহস্পতিবার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, আমাদের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। তবে কে বলতে পারে কখন কী ঘটবে।
নাইটদের মেন্টর বলেছেন, ‘ম্যাচ হেরে আমরা নিজেদের প্লে-অফের রাস্তা কঠিন করে ফেলেছি। তবে এখনও প্রতিযোগিতায় টিকে রয়েছি আমরা। আমাদের পরের ম্যাচ রাজস্থানের সঙ্গে। তাই কয়েকদিনের মধ্যে নিজেদের ব্যাটারিগুলোকে রিচার্জ করে আমাদের মাঠে নামতে হবে এবং মুক্তমনে ক্রিকেট খেলতে হবে। আমরা কেউই জানি না কখন কী ঘটে যায়। ফলাফল আমাদের পক্ষে গেলে প্লে-অফে আমরা কিছু টিমকে বেগ দিতে প্রস্তুত।’
উল্লেখ্য, আগামী রবিবার লিগের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে নাইটরা। এদিকে বৃহস্পতিবার দুবাইয়ে লিগের ত্রয়োদশ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের কাছে হারতেই প্লে-অফ নিশ্চিত হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারানোর পরেই প্লে-অফ কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল চারবারের চ্যাম্পিয়নদের। অপেক্ষা ছিল সিলমোহরের। চেন্নাই সুপার কিংসের কাছে নাইটরা হারতেই মুম্বইয়ের প্লে-অফে যোগ্যতা অর্জনের বিষয়ে সিলমোহর পড়ে গেল। কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতলে অঙ্কের বিচারে মুম্বইয়ের প্লে-অফে সিলমোহর পড়ার বিষয়টি আটকে থাকত। কিন্তু কলকাতা হারায় সেটা আর হলোনা।
