
গতকাল আইপিএলের পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সানরাইজ হায়দ্রাবাদ। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই আইপিএলের ইতিহাসে লজ্জার কালিমা গায়ে মেখেছে তারা । আইপিএলের ইতিহাসে প্রথম পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান করার লজ্জাজনক রেকর্ড নিজেদের নামে করে নিল উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজ হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়ে সানরাইজ হায়দ্রাবাদ।
এরপর বিভিন্ন মাধ্যমে সমালোচিত হতে থাকে হায়দ্রাবাদ শিবির। আইপিএলের মতো বিশাল মঞ্চে সবচেয়ে দুর্বল টিম সানরাইজ হায়দ্রাবাদ পরল সমর্থকদের রোষের মুখে। ২০২১ আইপিএলে হায়দ্রাবাদ শিবিরে অন্তর্দ্বন্দ্বের কথা প্রকাশ্যে বেরোলো আবার। কেউ কেউ মনে করছেন ডেভিড ওয়ার্নারকে ছাড়াই কাল হয়েছে তাদের। আবার কোন কোন সমর্থক কেন উইলিয়ামসনের নেতৃত্ব নিয়ে তুলেছে প্রশ্ন। হায়দ্রাবাদের হয়ে বিগত কয়েক বছর ধরে অধিনায়কত্বের সাথে সাথে বিধ্বংসী পারফরম্যান্স করে আসছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু গত বছর আইপিএলের মাঝপথে দলে অন্তর্দ্বন্দ্ব প্রায় তাকে একঘরে করে দেয়।
এরপর মেগা নিলামের পূর্বে তাকে রিটার্ন করার প্রয়োজন মনে করেনি সানরাইজ হায়দ্রাবাদ। এমনকি মেগা নিলামে তার জন্য লড়াই করতে দেখা যায়নি তাদের। ডেভিড ওয়ার্নার বিহীন সানরাইজ হায়দ্রাবাদের করুন অবস্থা প্রকাশ্যে আসতেই উইলিয়ামসনকে ধুয়ে দিলেন ক্রিকেটপ্রেমীরা। ২১১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র ২ রান করে ফেরেন সাজঘরে। এছাড়া প্রথম সারির কোন ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি ক্রিজে। যার ফলশ্রুতিতে ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় আইপিএলের সফল দল সানরাইজ হায়দ্রাবাদকে।
