
গতকাল শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে কার্তিকের বিধ্বংসী ইনিংসের সুবাদে ম্যাচ জিতেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এর পরপরই সংবাদ শিরোনামে উঠে আসেন দীনেশ কার্তিক। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে গত বছরের ব্যর্থতা অকপটে স্বীকার করলেন দীনেশ কার্তিক। তিনি বলেন,‘এই বছরে নিজের প্রতি সুবিচার করার জন্য সচেতনভাবে চেষ্টা করেছি। গত বছরে আমি কিছুটা ভালো করতে পারতাম বলে মনে হচ্ছিল। (চলতি বছর) আমি যেভাবে প্রস্তুতি সেরেছিলাম, সেটা কিছুটা আলাদা ছিল। যাঁর সঙ্গে আমি অনুশীলন করেছিলাম, তাঁকে ধন্যবাদ। তিনি আমায় যা করিয়েছিলেন, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।’
আপনাদের জানিয়ে রাখি, গতবার কেকেআরের হয়ে তেমন আহামরি খেলতে পারেননি দীনেশ কার্তিক। ১৭ ম্যাচে ২২৩ রান করেছিলেন। গড় ছিল ২২.৩। স্ট্রাইক রেট ১৩১.১৭। সেই পরিস্থিতিতে এবার তাঁকে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। এমনকি মেগা অকশনে তার পেছনে ছোটার আগ্রহ দেখায়নি নাইট শিবির।
গতকাল ১৭০ রানের বিশাল টার্গেট নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে পাওয়ার প্লে শেষে একের পর এক পাঁচটি উইকেট হারিয়ে ম্যাচ প্রায় হাতছাড়া হয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। কিন্তু মেয়েটির অর্ডারে শাহনওয়াজ আহমেদ এবং দীনেশ কার্তিকের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্যাঙ্গালোর। দলের হয়ে শাহনওয়াজ আহমেদ ২৬ বলে ৪৫ এবং দীনেশ কার্তিক মাত্র ২৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
চলতি আইপিএলে এখনো পর্যন্ত দীনেশ কার্তিক ২০৬ স্ট্রাইক রেটে ধ্বংসাত্মক ব্যাটিং করছেন। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪ বলে করেন ৩২ রান। কলকাতার বিরুদ্ধে অবশ্য জয়সূচক ইনিংসটি খেলেছিলেন তিনি। মাত্র ৭ বলে ১৪ রান করেছিলেন তিনি। গতকাল রাজস্থানের বিরুদ্ধে মাত্র ২৩ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতান দীনেশ কার্তিক।
