
আসন্ন আইপিএলে যুক্ত হতে চলেছে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। সেজন্য পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোকে নবরূপে সাজাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশ্য পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটারকে রিটেনশন করতে পারবে বলে জানিয়েছিল বিসিসিআই। ইতিমধ্যে যার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির চোখ এখন আসন্ন মেগা নিলামের দিকে। নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে দলকে সুন্দরভাবে সাজাতের। ইতিমধ্যে বহু সংবাদমাধ্যমে এই নিয়ে চলেছে বিশেষ সমীক্ষা। কোন ক্রিকেটার কোন ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারে এ নিয়ে এখন ক্রিকেট বিশ্ব তোলপাড়। ইতিমধ্যে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের রিটেনশন ক্রিকেটারের তালিকা জমা দিয়েছে বিসিসিআইয়ের কাছে।
আইপিএল এর অন্যতম সেরা সফল দল চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় এবং মঈন আলিকে রিটেন করেছে। ছেড়ে দিতে হয়েছে একাধিক তারকা ক্রিকেটারকে। এদিকে চেন্নাই সুপার কিংসকে নিয়ে জল্পনার শেষ নেই ক্রিকেটমহলে। মেগা অকশনে কাদেরকে নিয়ে চেন্নাই সুপার কিংস দল গঠন করতে পারে এ নিয়ে একাধিক সমীক্ষা চালাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো রকম বাধা নিষেধ না থাকায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা নিজেদের পুরনো শিবিরে না থেকে নিলামে নাম লিখিয়েছেন। এই তালিকায় রয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক থেকে শুরু করে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
সানরাইজ হায়দ্রাবাদের সেরা লেগ স্পিনার রশিদ খানও রয়েছেন নিলামের তালিকায়। বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা লেগ স্পিনার তিনি। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত অভিজ্ঞ বোলার রশিদ খান। তাকে দলে পেতে যেকোনো ফ্র্যাঞ্চাইজি যে কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত রয়েছে তা আর বলে দিতে হয় না। সূত্রের খবর, ইতিমধ্যে নাকি নতুন শিবির লখনউ তাকে দলে অন্তর্ভুক্ত করতে মোটা অংকের টাকা অফার করেছে। কিন্তু তিনি কোন ফ্র্যাঞ্চাইজিতে নিজের নাম লেখাবেন সেটা সময়ের অপেক্ষা।
তবে একবার ক্রিকেট সম্পর্কিত আলোচনাতে রশিদ খান ইচ্ছা প্রকাশ করেন যে, জীবনে একবার হলেও তিনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলতে চান। আসন্ন দিনের তার সেই মনবাসনা পূর্ণ হওয়ার সুযোগ রয়েছে। চাইলে তিনি যোগ দিতে পারেন চেন্নাই সুপার কিংসে। বর্তমানে চেন্নাই সুপার কিংসে পেশাদার কোন লেগ স্পিনার নেই। মহেন্দ্র সিং ধোনির সাথে যুগলবন্দীতে আরো বেশি সাফল্য পেতে পারেন রশিদ খান এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। যদি এমনটা হয় সে ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের পাল্লা যে অনেকটা ভারী হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না।
