
আইপিএলের মহা-আসর শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ ভারতীয় প্রিমিয়ার লিগ সম্পর্কে খেলাধুলা সংক্রান্ত সংবাদমাধ্যমে রবি শাস্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি আইপিএল খেলবে তার মূল্য কত হত? ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ তথা ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী নিঃসংকোচে বলেন,” ১৫ কোটি টাকার ব্র্যাকেটে নিশ্চয়ই থাকতাম। এমনকি কোনো-না-কোনো ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতাম। এ নিয়ে আর কোনো প্রশ্ন নয়, এই নিয়ে আপনাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই।”
দীর্ঘ ১২ বছরের কেরিয়ারে তিনি ৮০টি টেস্ট (৩৮৩০ রান ও ১৫১টি উইকেট) ও ১৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ (৩১০৮ রান, ১২৯টি উইকেট) খেলেছেন। ১৯৮১ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত দেশের জার্সিতে মাঠ পাঠিয়েছেন রবি শাস্ত্রী। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসাবে নিজের নাম প্রতিষ্ঠিত করেন শাস্ত্রী। তাঁর কণ্ঠস্বর হৃদয় ছুঁয়ে নেয় ক্রিকেট ফ্যানদের। এরপর অবশ্য ক্রিকেটে এক বিরাট ইতিহাস রচনা করেছেন রবি শাস্ত্রী।
দীর্ঘ ৭ বছর প্রত্যক্ষভাবে ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন রবি শাস্ত্রী। যার মধ্যে চার বছরেরও বেশি সময় রোহিত-কোহলিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় করে। এমনকি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তার নির্দেশনায় মাঠে নেমেছিল। অবশেষে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হওয়ায় বর্তমানে তিনি আবার ধারাভাষ্যকার হিসেবে কর্মজীবন শুরু করেছেন।
