Connect with us

Cricket News

IPL 2022: ‘আমি তো পাগল হয়ে যাবো’, কী প্রসঙ্গে এমন কথা বললেন শ্রেয়াস আইয়ার?

Advertisement

আইপিএলের মেগা আসর শুরু হতে সময় মাত্র আর কয়েকটি প্রহর। এরইমধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি মাঠে ঘাম ঝরাতে শুরু করেছে। একান্ত অনুশীলনে মনোনিবেশ করেছে ক্রিকেটাররা। আগামী ২৬ মার্চ চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের মেগা আসর। এরইমধ্যে ভারতীয় ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের একটি বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের সহ মালিক শাহরুখ খানের সঙ্গে দেখা হলে তিনি প্রায় পাগল হয়ে যাবেন।’ তবে কেন এমন কথা বললেন শ্রেয়াস আইয়ার?

আইপিএলের মেগা অকশন থেকে শ্রেয়াস আইয়ারকে কিনেছে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিনেই একটি দলের সর্বোচ্চ সম্মান দিয়েছে তাকে। অর্থাৎ কলকাতা নাইটের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রেয়াস আইয়ার। মেগা অকশনে থেকে ১২.২৫ কোটি টাকা মূল্যে ক্রয় করেছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস আইয়ার এদিন বলেন,’শাহরুখ খান এমন একজন তারকা যিনি সবার হৃদয়ে অবস্থান করেন। ভারতের উজ্জ্বল সেলিব্রিটিদের মধ্যে শাহরুখ খান অন্যতম। তাকে এবার নিকট থেকে দেখতে পাবো। চাইলে আমি ফোনালাপ করতে প্রথম শাহরুখ খানের সাথে। তবে সরাসরি দেখা করা অনেকটাই রোমাঞ্চ বাড়িয়ে দেয়।’

শ্রেয়াস আইয়ার আরো বলেন,”শাহরুখ খান এমন একজন মানুষ যিনি গ্যালারিতে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারদের মনোবল বাড়াতে কাজ করেন। তিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে থেকে যে সমর্থন প্রদান করেন দলের জন্য, তা সত্যি অকল্পনীয়। আমি শুধুমাত্র অপেক্ষা করছি এবং সময় গণনা করছি। যখন তার সাথে আমার প্রথম দেখা হবে তখন মনে হয় আমি অল্প হলেও পাগল হয়ে যাব।” শ্রেয়াস আইয়ারের এমন বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস ছেড়ে এই প্রথমবারের জন্য কলকাতা শিবিরে নাম লিখিয়েছেন শ্রেয়াস।

Advertisement

#Trending

More in Cricket News