Connect with us

Cricket News

MI Vs LSG: আইপিএলে আজ মুম্বাইয়ের লজ্জা কাটানোর লড়াই, মুখোমুখি মুম্বাই-লখনউ!!

Advertisement

আইপিএলের মেগা আসরে প্রথম দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যে গ্রুপ পর্যায় থেকে বাড়ি ফেরা নিশ্চিত করেছে। গ্রুপ পর্যায়ে টানা সাত ম্যাচে হেরে চলতি আইপিএলে প্লে-অফের যাত্রার পরিসমাপ্তি ঘটিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজ নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামতে চলেছে রোহিত শর্মার চ্যাম্পিয়ন দল। বলতে গেলে আজ লজ্জা কাটানোর লড়াইয়ে লখনউ এর বিরুদ্ধে ২২ গজের মহারণে লখনউ এর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের করুণ অবস্থা রীতিমতো হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের। ইতিমধ্যে আইপিএলের গ্রুপ পর্যায়ে টানা সর্বাধিক ম্যাচ হারার লজ্জাজনক রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাড়ি ফেরা নিশ্চিত হয়ে গেলেও লজ্জার এই ধারাবাহিকতা কাটাতে চান মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলের মেগা আসরে এখনো পর্যন্ত ৭ ইনিংস ব্যাটিং করেছেন রোহিত শর্মা। যেখানে সর্বসাকুল্যে ১৬ গড়ে রান করেছেন মাত্র ১১৪! আজ সম্মান রক্ষার লড়াইয়ে কেমন হতে পারে মুম্বাইয়ের সেরা একাদশ? দেখে নিন এক নজরে-

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, জয়দেব উনাদকাট/টাইমাল মিলস, বাসিল থামপি

লখনউ সুপার জায়েন্টসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: কে এল রাহুল (অধিনায়ক), মনন ভোহরা, এভিন লুইস, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌথাম, দুষমন্ত চামেরা, অঙ্কিত রাজপুত, আভেশ খান, রবি বিষ্ণোই।

Advertisement

#Trending

More in Cricket News